কিছুদিন আগে আফগানিস্তানের এক শিশু পলিথিন দিয়ে মেসির জার্সি বানিয়ে সারাবিশ্বে সাড়া ফেলেছিল। পরে মেসির কাছ থেকে একটি জার্সিও উপহার পায় পাঁচ বছর বয়সী সেই আফগান। তবে এবার হুমকির মুখে দেশত্যাগে বাধ্য হলো সেই খুদে ভক্তের পরিবার।
তার বাবা মোহাম্মদ আরিফ আহমাদি দাবি করেন, তার এবং তার পরিবারের উপর ফোনের মাধ্যমে নানারকম হুমকি আসছিল।
এজন্য তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠে। আর এজন্য তিনি তার সবকিছু বিক্রি করে আফগানিস্তান ত্যাগ করার সিদ্ধান্ত নেন। আহমাদি বলেন, তারা আফগানিস্তান ছাড়তে চাননি। কিন্তু এখন পাকিস্তানের কোয়েটাতে উন্নত জীবনের আশায় বসবাস করা শুরু করেছেন তারা।
তিনি আরো বলেন, তার ছেলে মুর্তজা আহমাদি অপহরণ হতে পারেন এমন আশঙ্কা সবসময়ই তার মাঝে কাজ করতো। মেসির সঙ্গে মুর্তজার দেখা করার কথা থাকলেও এখনও সেটা হয়ে উঠেনি। তার বাবা জানান, এখনও মুর্তজা মেসির সঙ্গে দেখা করার আশায় আছে