হার্ভার্ডে পড়তে যাচ্ছেন ওবামার কন্যা

0
0

হার্ভার্ডে পড়তে যাচ্ছেন ওবামার কন্যা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া ২০১৭ সালে হার্ভার্ড বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছে। তার এক বছরের শিক্ষা বিরতির পর তিনি এ প্রতিষ্ঠানে পড়তে যাচ্ছে। রোববার হোয়াইট হাউস একথা জানায়। ১৭ বছর বয়সী মালিয়া তার বাবা-মার পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন। তারা দু’জনই হার্ভার্ড ল’ স্কুলের শিক্ষার্থী ছিলেন। ফার্স্ট লেডি মিশেল ওবামার দপ্তরের এক বিবৃতিতে একথা বলা হয়। তবে হাই স্কুল থেকে স্নাতক ডিগ্রী নেয়ার পর মালিয়ার এক বছরের শিক্ষা বিরতির ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

শ্রেণী কক্ষের বাইরের বিভিন্ন অভিজ্ঞতা নিতে বা ভ্রমন ও কাজের কারণে প্রায় সকল শিক্ষার্থী পড়ালেখার ক্ষেত্রে এক বছরের বিরতি দিয়ে থাকে।মালিয়া ওবামা ২০১৭ সালের শরৎ সেশনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ শুরু করতে যাচ্ছে। ২০২১ সালে তার স্নাতক ডিগ্রী করার কথা রয়েছে।
উল্লেখ্য, ওবামা পরিবার জানিয়েছে, আগামী জানুয়ারিতে প্রেসিডেন্টের দপ্তর ছেড়ে দেয়ার পর তারা ওয়াশিংটনে বসবাস করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here