রেজাউল হত্যার প্রতিবাদে কর্মবিরতি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে

0
0

রেজাউল হত্যার প্রতিবাদে কর্মবিরতি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার সকাল ১০টায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা কালো ব্যাজ পরে কর্মবিরতি শুরু করেন। বেলা ১২টা থেকে চলে তাদের একঘণ্টার অবস্থান কর্মসূচি।কর্মসূচি চলাকালে সব ধরনের ক্লাস ও বিভাগীয় পরীক্ষা বন্ধ থাকলেও পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনে কেন্দ্রীয় সব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে কলাভবনের বটতলায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

ফেডারেশন মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, বেছে বেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ দেশের অসাম্প্রদায়িক চেতনার মানুষদের হত্যা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সময়ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হত্যা করা হয়েছে- তা এখনো অব্যাহত আছে।পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, অপরাধীদের চিহ্নিত করা হয়েছে, এতোজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল- এই ধরনের কথা আমরা শুনতে চাই না।আমরা চাই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।অসাম্প্রদায়িক চেতনার মানুষদের এইসব হত্যাকাণ্ড প্রতিরোধে মনিটরিং সেল গঠনের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান এই শিক্ষক নেতা।আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করে তুলব।মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেডারেশনের নেতৃত্বে প্রতিবাদ সভা ও বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান মাকসুদ কামাল।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক রেজাউল করিম হত্যায় তার বিভাগের ছাত্র শরিফুল ইসলাম জড়িত থাকতে পারে সন্দেহে তার বিষয়ে তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা ও ভাই এবং আরও তিন জনকে আটক করেছে পুলিশ।তারা বলছে, শরিফুল প্রায় এক বছর থেকে ‘নিয়মিত ক্লাস করে না।

২৩ এপ্রিল রাজশাহীর শালাবাগান এলাকায় নিজ বাসা থেকে ৫০ গজ দূরে রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিনই নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন তার ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ।পরে গোয়েন্দা পুলিশকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন ঘণ্টা কর্মবিরতি করেছে রাবি শিক্ষক সমিতি।রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে সোমবার একযোগে এ কর্মসূচি পালন করা হয়।একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ, প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কফিন মিছিল করেছে।রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন’ সোমবার দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি এবং বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচিও দিয়েছে।

সরোজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস চললেও ১০টার পর তা বন্ধ হয়ে যায়।রাবি শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ জানান, শহীদুল্লাহ্ বলেন, রেজাউল হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (৩ মে) মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৭টা থেকে ১৫ মিনিট বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে প্রদীপ প্রজ্বালন করা হবে।সারাদেশের মানুষকে নিজ নিজ অবস্থানে থেকে একইভাবে প্রদ্বীপ প্রজ্বালনের আহ্বান জানান তিনি।এছাড়া বুধবার (৪ মে) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগেরে কথা জানিয়ে স্মারকলিপি দেবেন এবং ঘটনার দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান মো. শহীদুল্লাহ্।ইংরেজি বিভাগ, প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বেলা সাড়ে ১১টায় কফিন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিনেট ভবনের সামনে শিক্ষকদের সমাবেশে যোগ দেয়।এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ, প্রাণিবিদ্যা, রসায়ন, বাংলা , প্রাণ রসায়ন ও অনুবিজ্ঞান বিভাগ নিজ নিজ বিভাগের সামনে থেকে মৌনমিছিল নিয়ে শিক্ষক সমিতির বিক্ষোভ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে।

সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ্ বলেন, রেজাউল হত্যার কারণে তার পরিবার অবিভাবকহারা হয়েছে। তার পরিবার একটা অনিশ্চয় মধ্যে পড়েছে।আমরা সবাই আজ আতঙ্কগ্রস্ত। অতি দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার করে আমাদের মনের ক্ষোভ, হতাশা, ভয় দূর করুন।নিহত রেজাউল করিম সিদ্দিকীর মেয়ে রিজওয়ান হাসিন শতভি বলেন, আমিই শুধু আমার বাবাকে হারাইনি, আপনারাও হারিয়েছেন। তিনি শুধু আমার বাবা ছিলেন না, আপনাদেরও ছিলেন। তাই আমাদের বাবাকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে মৌনমিছিল করেছে ইংরেজি বিভাগ।মিছিলটি ইংরেজি বিভাগের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদুল্লাহ ভবনের সামনে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ সমাবেশ করে।এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বেলা ১১টায় কফিন মিছিল করেছে।গত ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় সেদিনই নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেছে ওই শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ। পরে গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।এ ঘটনায় এক পাঁচজনকে আটক করা হয়েছে।

জাহাঙ্গীরনগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডের প্রতিবাদে কালোব্যাজ ধারণ করে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।সোমবার (০২ মে)বেলা ১২টাথেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা মানবিকী অনুষদের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকা কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ বলেন, আমরা আর এ ধরনের হত্যাকাণ্ড দেখতে চাই না। এই দাবিতে এ ধরনের কর্মসূচি পালন করতেও চাইনা। সরকারের কাছে আমাদের দাবি, রাবি শিক্ষক হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

দর্শন বিভাগের অধ্যাপক ও সাবেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এতো বড় বড় বুদ্ধিজীবী রয়েছেন, যারা দেশের মূলধারাকে পরিচালিত করছেন। কিন্তু সেই বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের ঘটনা একের পর এক ঘটে চললেও কেন তার বিচার হচ্ছে না।এজন্য আমরাই দায়ী? কারণ আমরা মুখে যা বলি তা বাস্তবে করি না। আমরা যদি সত্যিকার অর্থে এর বিচার চাইতাম তাহলে এ ধরনের কর্মবিরতি, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করার প্রয়োজন হতো না।এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমির হোসেন, অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, অধ্যাপক মো. খালেদ হোসাইন, অধ্যাপক এ এস এম আবু দায়েন, সহযোগী অধ্যাপক হোসনে আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

রংপুর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মবিরতি ও ধর্মঘট পালন করা হয়েছে। সোমবার (০২ মে) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এরপর বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্মঘট পালন করা হয়। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক তাবিউর রহমান বাংলানিউজকে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে নৃসংশভাবে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছি।এসময় তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বক্তব্য রাখেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ ও শিক্ষার্থীরা। বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here