তুরস্কের গাজিয়ানটেপ নগরীতে পুলিশের সদর দপ্তরের কাছে রোববার একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় সিরিয়া সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ নগরীতে এ বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। গাজিয়ানটেপের আঞ্চলিক গভর্নর জানান, বিস্ফোরণে আহতদের মধ্যে নয়জন পুলিশ কর্মকর্তা। বিস্ফোরণের পর গুলির শব্দও শোনা গেছে বলে খবর বেরিয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।