শাঁখ-উলুর বাঙালিয়ানায় বিয়ে সারলেন বিপাশা

0
0

বিপাশা বসুর বিয়ে
বিপাশা বসুর বিয়ের রাতটা যে অন্যরকম হবে সেটাই স্বাভাবিক। কিন্তু এমন সাবেক বিয়ে বলিউড খুব কমই দেখেছে। যজ্ঞ থেকে সাত পাঁক, সিঁদুরদান থেকে শুভদৃষ্টি। একেবারে খাঁটি বাঙালি বিয়ের মেজাজে‌ বিয়ে সারলেন বিপাশা। বর বেশে খুশি কর্ণ সিং‌হ গ্রোভার। বিপাশার এই বিয়ের আসরে পুরো দমে অংশ নিলেন তাঁর প্রাক্তন প্রেমিক ডিনো মোরিয়া।

এক্কেবারে বাঙালিমতেই বিয়ে হল বিপাশা বসুর। তবে জাঁকজমকটা বলিউডের অনেক সেলিব্রিটির বিয়েকেই হার মানাবে বোধহয়। এমন বিয়ে বলি দুনিয়া খুব কমই দেখেছে। উলু, শঙ্খধ্বনি থেকে শুভদৃষ্টি, সিঁদুরদান—কোনও রেওয়াজই বাদ গেল না এই বিয়ের অনুষ্ঠানে।

basu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here