ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের একশ বছর পূর্তির সংখ্যায় প্রচ্ছদ মডেল হয়েছেন ব্রিটেনের রাজবধু কেট মিডটন। ন্যাশনাল পোট্রেইট গ্যালারির পরিচালক নিকোলাস কুল্লিনান জানান, সম্প্রতি চিত্রগ্রাহক জোস অলিনসের তোলা সাতটি ছবি বাছাই করা হয়েছে ম্যাগাজিনটির জুন সংস্করণে ব্যবহারের জন্য।
তিনি জানান, ম্যাগাজিনের জন্য ছবি তুলতে তিনি খুবই সাবলীলভাবে বসেছিলেন এবং খুবই সাধারণ কাপড় পরেছিলেন। বাছাই করা সাতটি ছবি থেকে দুইটি ছবি “ভোগ ১০০ : এ সেঞ্চুরি অব স্টাইল এক্সিবিশন” শিরোনামে ভোগ ম্যাগাজিনে ব্যবহার করা হয়েছে। ছবি তোলার বিষয়ে খুবই আগ্রহী ছিলেন ‘ডাচেস অব ক্যামব্রিজ’। এই ছবিগুলো তোলার জন্য ২০১২ সাল থেকে উৎসাহ দিচ্ছে ন্যাশনাল পোট্রেইট গ্যালারি।
নিকোলাস জানান, কেট মিডলটন যেমন সতেজ, রসবোধের অধিকারী, জ্ঞানী, বুদ্ধিমান ও সুন্দরী ঠিক তেমনই ছবিগুলো তুলেছেন চিত্রগ্রাহক অলিনস। ব্রিটিশ ভোগের এডিটর-ইন-চিফ আলেক্সান্দ্রা শুলম্যান বলেন, ডাচেস অব ক্যামব্রিজের ছবি তার ম্যাগাজিনে প্রকাশ করতে পারা তার অন্যতম সবচেয়ে বড় স্বপ্নপূরণ। এর মাধ্যমে তাদের সত্যিকারের শতবার্ষিকী পালন হচ্ছে।এর আগে এই ফ্যাশন ম্যাগাজিন প্রিন্সেস ডায়ানা, প্রিন্সেস অব ওয়েলস ও প্রিন্সেস অ্যানির ছবি ছেপেছে।