নরওয়েতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৩

0
42

Eurocopter EC225 Super Puma

নরওয়ের বার্গেন নগরীর পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। উদ্ধারকারীরা একথা জানিয়েছে। এর আরোহীদের ১১ জন নরওয়ের, একজন ব্রিটিশ ও একজন ইতালির নাগরিক। এই ঘটনায় জীবিত কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করা হলেও কয়েকঘন্টার মধ্যেই তা শেষ করা হয়। এদিকে নরওয়ের বেসামরিক বিমান কর্তৃপক্ষ যে ধরনের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সে ধরনের হেলিকপ্টার উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এটি ছিল একটি ইউরোকোপ্টার (ইসি) ২২৫এল সুপার পুমা।  প্রতিবেদনগুলোতে বলা হয়, দুর্ঘটনায় বিমানটি ‘সম্পূর্ণ ধ্বংস হয়েছে।’  পরে বেসামরিক বিমান কর্তৃপক্ষের এক নারী মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, হেলিকপ্টারটির দুটি ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে।

Eurocopter EC225 Super Puma helicopter Crashed-enewsbdpressব্রিটিশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানায়, তারা বাণিজ্যিকভাবে সুপার পুমা ব্যবহার নিষিদ্ধ করেছে। তাই এটা তেল ও গ্যাস কর্মীদের বহন করতে পারবে না। তবে এটাকে অন্যান্য কাজে ব্যবহার করা যাবে। হেলিকপ্টারটি গুলফাকস তেল ক্ষেত্র থেকে বার্জেনে যাচ্ছিল। এটি উত্তর সাগরের তেল ও গ্যাস শিল্পের একটি কেন্দ্র। এই দুর্ঘটনায় ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো দুজন আরোহী এখনো নিখোঁজ রয়েছে। নরওয়ের প্রধানমন্ত্রী এরনা গোলবার্গ বলেন, দুর্ঘটনার খবরটি ‘ভয়াবহ’। নরওয়ে টিভি এনআরকে জানিয়েছে, এই দুর্ঘটনার কারণে রাজা হারাল্ড ও রানী সোনজা তাদের সুইডেন সফর বাতিল করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here