জ্বরে আক্রান্ত হওয়ায় মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশের এক নম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। পুরো মৌসুমে এ পর্যন্ত সেরেনা মাত্র তিনটি টুর্নামেন্টে অংশ নিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন ও ইন্ডিয়ান ওয়েলসের দুটি ফাইনালেই তিনি পরাজিত হন। এবারের মৌসুমে বিশ্বের শীর্ষ মহিলা তারকাদের অনুপস্থিতিতে ১৬টি ডব্লিউটিএ টুর্নামেন্টের শিরোপা এবার ভিন্ন ভিন্ন খেলোয়াড়রা অর্জন করেছেন। এর মধ্যে শুধুমাত্র স্লোয়ানে স্টিফেনস, ভিক্টোরিয়া আজারেঙ্কা ও এ্যাঞ্জেলিক কারবার একের অধিক শিরোপা জয় করেছেন। চলতি সপ্তাহে শুরু হওয়া মাদ্রিদ ওপেনে এজন্যই কাউকেই টপ ফেবারিট হিসেবে ধরা যাচ্ছে না। যদিও শীর্ষ বাছাই হিসেবে কোর্টে নামবেন পোলিশ তারকা আজনিয়েস্কা রাদাওয়ানাস্কা। জানুয়ারিতে ডোপ টেস্টে ধরা পড়া রুশ তারকা মারিয়া শারাপোভা এখনো কোর্টের বাইরে রয়েছেন।
এ্যাঞ্জেলিক কারবার, রাদাওয়ানস্কা ছাড়াও দুইবারের ও বর্তমান চ্যাম্পিয়ন পেট্রা কেভিতোভাও নিজের শিরোপা ধরে রাখতে আশাবাদী। অন্যদিকে ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি ওপেনের শিরোপা জয়ী বেলারুশিয়ান তারকা আজারেঙ্কা টানা ১৪টি ম্যাচ জয়কে সঙ্গী করে মাদ্রিদে খেলতে আসছেন। যদিও ক্যারিয়ারে এখনো এই শিরোপাটা জয় করা হয়নি। ২০১১ ও ২০১২ সালে ফাইনালে উঠলেও সেরেনার কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয়েছে।