কাশিমপুর কারাগার থেকে মাহমুদুর রহমান ডিবি হেফাজতে ॥

0
28

কাশিমপুর কারাগার থেকে মাহমুদুর রহমান ডিবি হেফাজতে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত স¤পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ঢাকায় ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সম্প্রতি আদালত পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ডেপুটি জেলার মো. তৌহিদুর রহমান জানান, ঢাকা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) তাকে হেফাজতে পাঁচদিন জিজ্ঞাসাবাদের জন্য এ কারাগার থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিয়ে গেছে। এর আগে সকাল ১০টার দিকে ঢাকা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)-এর পরিদর্শক মো. ওহিদুজ্জামানের নেতৃত্বে ৬ সদস্যের গোয়েন্দা পুলিশের একটি টিম কারাগারে আসেন।

অপরদিকে একই মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে পার্শ্ববর্তী কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন দৈনিক যায়যায়দিন-এর সাবেক স¤পাদক শফিক রেহমান।

গত ১৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আরাফাত, মাহমুদুর রহমানকে প্রধানমন্ত্রীর ছেলে জয়কে অপহরণ ও হত্যার চক্রান্তে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এরপর ২৫ এপ্রিল ঢাকা মহানগর হাকিম গোলাম নবী শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৭ কার্যদিবসের মধ্যে তাকে ৫ দিনের জন্য রিমান্ডে নেয়ার এবং হাইকোর্টের নির্দেশনা মেনে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here