তামিমকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক

0
22

তামিমকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডটা আছে ওপানের তামিম ইকবালের দখলে। এদিক থেকে তামিমের চেয়ে বেশ পিছিয়েই আছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তবে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহের দৌড়ে বেশ জমে উঠেছে তামিম-মুশফিকের লড়াই। কখনো তামিম এগিয়ে যাচ্ছেন তো কখনো মুশফিক উপরে উঠে আসছেন।

এদিকে বৃহস্পতিবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০৪ রানের দারুণ এক ইনিংস খেলে আবারও তামিমকে পেছনে ফেলে দিয়েছেন সাদা জার্সির এই অধিনায়ক। এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর আগে ৫,৬৯১ রান নিয়ে শীর্ষে ছিলেন তামিম। তবে প্রথম ম্যাচে কলাবাগানের বিপক্ষে তিনি করেছিলেন মাত্র ৭ রান।

তবে পরদিনই ৭২ রানের দারুণ ইনিংস খেলে তামিমকে সরিয়ে শীর্ষস্থান দখল করেন মুশফিক। তামিমও অবশ্য খুব বেশি সময় নেননি শীর্ষস্থান পুনরুদ্ধার করতে। শেখ জামালের বিপক্ষে ৯০ রানের ইনিংস খেলে আবারও পেছনে ফেলেছিলেন মুশফিককে।

এরপর মুশফিকও যেন মরিয়া হয়ে ছিলেন শীর্ষস্থান দখলের জন্য। গতকাল বৃহস্পতিবার ভিক্টোরিয়ার বিপক্ষে ৮৯ রান করেই তামিমকে পেছনে ফেলে দেন মুশফিক। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ১০৮ বলে ১০৪ রানের অধিনায়কোচিত ইনিংস। লিস্ট ‘এ’ ম্যাচে সব মিলিয়ে মুশফিকের রানসংখ্যা দাঁড়িয়েছে ৫,৮০৪।

৫,৭৮৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তামিম। ৩০ এপ্রিল নিজেদের পরবর্তী ম্যাচে ১৭ রান করতে পারলেই আবার মুশফিককে ছাড়িয়ে যেতে পারবেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের আর মাত্র একজন ক্রিকেটার পেরোতে পেরেছেন ৫,০০০ রানের মাইলফলক। ৫,২৭৬ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here