কলম্বিয়ার পুলিশ অপরাধ চক্রের নেটওয়ার্ক ভেঙ্গে দিয়েছে। চক্রটি বিশেষত এশিয়া ও অস্ট্রেলিয়ায় অবৈধ মাদক পাচার করত।
বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। মাদক বিরোধী ইউনিটের প্রধান রিকার্ডো অ্যালার্কোন বলেন, ‘দেড়বছর ধরে তদন্ত চালানোর পর ন্যাশনাল পুলিশ মাদক পাচারকারী একটি সংগঠনকে সনাক্ত করতে পেরেছে। সংগঠনটি মূলত চীন ও অস্ট্রেলিয়ায় মাদক পাচার করত।’
সংগঠনটি কোন কোন সময় কম্পিউটারসহ অন্যান্য ইলেক্ট্রনিক্স পণ্যের ভেতরে করে মাদক পাচার করত। এমনকি নিষিদ্ধ দ্রব্যটি পাচার করতে তারা তালিকাভূক্ত বিমান যাত্রীদেরও ব্যবহার করত। গত জুলাই মাসে চীনের গুয়ানঝৌ নগরীতে কলম্বিয়ার এক নারী মডেল ও সাবেক সুন্দরী প্রতিযোগীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে একটি কম্পিউটার প্রসেসর পাওয়া যায় যাতে বিপুল পরিমাণ মাদক লুকিয়ে রাখা ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, জুলিয়ানা লোপেজ নামের যুবতীটির এখন বিচার চলছে। যদি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে তার মৃত্যুদ- হতে পারে। কলম্বিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি কোকা পাতা উৎপাদন করা হয়। এটি কোকেন তৈরির প্রধান উপাদান।