বাংলাদেশে চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: ইউরোপীয় পার্লামেন্ট

0
0

বাংলাদেশে ইউরোপীয় পার্লামেন্ট

সহিংস চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল ও সুশীল সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বৃহস্পতিবার পার্লামেন্টের দক্ষিণ এশীয় বিষয়ক প্রতিনিধি দলের প্রধান জ্যঁ ল্যামবার্ট এক বিবৃতিতে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।তিনি বলেন, এই মুহূর্তে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা সরকারের প্রতি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান নিশ্চিতে ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছে, যা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ২০১৫ সালে নেওয়া রেজ্যুলেশনেও বলা হয়েছে।

গত সোমবার কলাবাগানে নিজের বাসায় খুন হন সমকামী অধিকার কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়। এই হত্যাকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী আলোচনার মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধির এই বিবৃতি এলো।বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোতে উদ্বেগ ও নিন্দা জানিয়ে ওই বিবৃতিতে ল্যামবার্ট বলেন, গত বছরের ফেব্র“য়ারি থেকে চরমপন্থিরা বেশ কয়েকজন সেক্যুলার ও নাস্তিক লেখক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের হত্যা করেছে। সোমবারের হত্যাকাণ্ড ছাড়াও চলতি মাসেই এ তালিকায় যুক্ত হয়েছে একজন আইনের ছাত্র ও একজন ইংরেজির শিক্ষক।বিবৃতিতে এ সব হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সহিংসতা ও হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনেও সংহতি জানানো হয়।

বৃহস্পতিবার ঢাকায় ইইউ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সরকারের কাছে নাগরিকের গণতান্ত্রিক মূল্যবোধকে নিশ্চিত করার আহ্বানও জানান ল্যামবার্ট।বিবৃতিতে ল্যামবার্ট বলেন, ‘ইইউ পার্লামেন্টের দক্ষিণ এশিয়া সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান হিসেবে আমি সম্প্রতি বাংলাদেশে ঘটা হত্যাকাণ্ডগুলোর বিষয়ে গভীর উদ্বেগ ও নিন্দা জানাই। বিশেষ করে সমকামী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অধিকার বিষয়ক পত্রিকা রূপবানের সম্পাদক জুলহাস মান্নানসহ দু’জনকে হত্যার জন্য’।তিনি বলেন, ২০১৫ সালের ফেব্র“য়ারির পর থেকে সন্ত্রাসীরা বাংলাদেশে সেক্যুলার লেখক ও ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা করছে। এভাবে এ মাসে একজন আইনের ছাত্র ও ইংরেজি বিভাগের শিক্ষককে হত্যা করা হয়েছে।

জিন ল্যামবার্ট বলেন, আমরা জুলহাস এবং অন্য নিহত ও আহত ভুক্তভোগীদের জন্য সমবেদনা প্রকাশ করি। যারা এ ধরনের বর্বর ঘটনা ঘটাচ্ছে, তাদের ধরে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।তিনি বলেন, এ পরিস্থিতিতে ইইউ বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছে, গণতান্ত্রিক মূল্যবোধকে নিশ্চিত করুন। এ বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার ওপর ইউরোপীয় পার্লামেন্ট রেজ্যুলেশনে (২০১৫) বলা হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের বাসায় ঢুকে ইউএসএআইডি কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ৫-৬ জন যুবক।রাজশাহীতে বিশ্ববিদ্যালয় অধ্যাপক হত্যাকাণ্ডের দুদিনের মাথায় সোমবার বিকালে রাজধানীর কলাবাগানের লেক সার্কাসে ঘরে ঢুকে কুপিয়ে খুন করা হয় জুলহাজ মান্নান ও তার বন্ধু এক নাট্যকর্মীকে।

যুক্তরাষ্ট্রের বৈদেশিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ (৩৫) সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন।ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল অ্যাসিস্টেন্ট জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক দীপু মনির খালাত ভাই।তার সঙ্গে নিহত ব্যক্তির নাম মাহবুব রাব্বী তনয় (২৬)। লোকনাট্য দলের কর্মী তনয় অধিকারকর্মী জুলহাজের বন্ধু ছিলেন। হামলায় দুজনে ঘটনাস্থলেই প্রাণ হারান।তনয় পিটিএ নামে একটি প্রতিষ্ঠানে ‘শিশু নাট্য প্রশিক্ষক’ হিসাবে কাজ করতেন বলে তার টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে।

হামলাকারীদের অস্ত্রাঘাতে পারভেজ মোল্লা নামে বাড়ির এক দারোয়ান আহত হয়েছেন। তাদের বাধা দিতে গিয়ে মমতাজ নামে এক এএসআই আহত হয়েছেন বলেও জানিয়েছেন ডিএমপির জ্যেষ্ঠ সহকারী কমিশনার শিবলী নোমান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, টি শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত হামলাকারী যুবকরা খুনের পর আল্লাহু আকবার বলতে বলতে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু পুলিশ জানায়নি। তবে গত কয়েক বছরে ব্লগার, অনলাইন অ্যাকটিভিস্ট খুন যেভাবে হয়েছিল, জুলহাজ হত্যাকাণ্ডও ঘটেছে একইভাবে।গত শনিবার রাজশাহী নগরীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংস্কৃতিকর্মী এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে একই ভাবে কুপিয়ে হত্যার সঙ্গেও জঙ্গিদের দিকেই আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহের তীর।বিশ্ববিদ্যালয় শিক্ষক খুনের দুদিনের মাথায় সোমবার সকালে গাজীপুরের কাশিমপুরের কারাফটকের কাছে এক সাবেক কারারক্ষী খুনের পর এগুলোকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলার কয়েক ঘণ্টার মধ্যে জুলহাজসহ দুজনকে হত্যা করা হয়। জুলহাজকে হত্যার জন্যই খুনিরা গিয়েছিল বলে ঘটনাপ্রবাহে মনে করছেন ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।র‌্যাবের ইন্টিলিজেন্স ইউনিটের পরিচালক আবুল কালাম আজাদও বলেন, “ঘটনাটি পরিকল্পিত।লেকসার্কাস রোডের আছিয়া নিবাস নামে ছয়তলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে মা ও থাকতেন জুলহাজ। বিকাল ৫টার দিকে সেখানেই দুর্বৃত্তরা হানা দেয় বলে বাড়ির পাহারাদার সুমন জানিয়েছেন।আহত সহকর্মী পারভেজ মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সুমন।

সুমন বলেন, বিকাল ৫টার দিকে ওই যুবকরা দ্বিতীয় তলায় জুলহাস ও আরেকজনকে কুপিয়ে যায়। তখন পারভেজ মোল্লা এগিয়ে গেলে তাকেও কোপ দেয়।আহত দারোয়ান পারভেজ মোল্লা সাংবাদিকদের বলেন, বিকাল ৫টার দিকে তিন যুবক পার্সেল দেওয়ার কথা বলে জুলহাজ মান্নানের ফ্ল্যাটে যেতে চান। তাদের ঢুকতে দিয়ে তিনিও পেছন পেছন দোতলায় ওঠেন।দরজা নক করলে জুলহাজ স্যার দরজা খোলেন। তাদের দেখে আবারও দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। তখন তারা বাসায় জোর করে ঢুকতে চায়।” আমি তাদের বলি, স্যার যেহেতু ঢুকতে দিতে চান না, আপনারা চলে যান। এ কথা বলার পরই আমাকে আঘাত করে।পারভেজ লুটিয়ে পড়লে ওই যুবকরা জোর করে ঘরে ঢুকে জুলহাজ ও তার সঙ্গে থাকা অন্যজনকে (তনয়) কোপাতে থাকে বলে জানান দারোয়ান পারভেজ।ওই সময়ে আমি চিৎকার করি, স্যারও চিৎকার করতে থাকেন। ওই সময় বাসার নিচে কয়েক রাউন্ড গুলির আওয়াজও পাই। হুলুস্থুল পরিস্থিতিতে কখন তিনজন বাসা থেকে বের হয়ে যায়, বুঝতে পারিনি।ওই ভবনের এক বাসিন্দা বলেন, ভয়ে কেউ দরজা খোলেনি। চিৎকারের শব্দ শুনেও কেউ এগিয়ে আসার সাহস পায়নি।

ঘটনার পরপরই জুলহাজের ঘরে ঢুকে দেখে আসা ওই ভবনের আরেক বাসিন্দা বলেন, বাসায় ঢুকে দেখি বেডরুমে একজন ও দরজার কোনায় একজন মাটিতে পড়ে আছে।

খুনিদের পালিয়ে যেতে দেখেছেন, এমন এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৫/৭ জন যুবক ওই বাসা থেকে বের হয়েছিল। তাদেরকে কয়েকজন ধাওয়াও করেছিল।তারা আল্লাহু আকবর বলতে বলতে তেতুলতলা মাঠ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ওই যুবকদের অন্তত চারজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখেছেন জানিয়ে এই নারী বলেন, তারা ওই বাসা থেকে বের হওয়ার পর কয়েক বার গুলি ছুড়েছিল।হামলাকারী যুবকরা টি শার্ট ও জিন্সের প্যান্ট পরিহিত ছিল বলে জানান এই প্রত্যক্ষদর্শী। তাদের কাঁধে ল্যাপটপের ব্যাগ দেখেছেন বলেও জানান তিনি। এর আগে এই ধরনের কয়েকটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে হামলাকারীদের ব্যাগে অস্ত্র বহনের কথা জানিয়েছিল পুলিশ। ঘটনাস্থলে থাকা পিবিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাঁচজনের একটি দল ওই বাসায় ঢুকেছিল।তারা দুজনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।পালানোর সময় দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে মমতাজ নামে এক এএসআই আহত হন বলে ডিএমপির জ্যেষ্ঠ সহকারী কমিশনার শিবলী নোমান জানিয়েছেন।এএসআই মমতাজ হামলাকারীদের একজনের কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে রাখেন বলে শিবলী নোমান জানিয়েছেন।ওই ব্যাগে গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে বলে ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here