রাজশাহীর তানোরে পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের গুলি ও খোসা উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল ২ টার দিকে তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের এক খননকৃত পুকুর থেকে এসব রাইফেলের গুলি ও খোসা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধানতৈড় গ্রামের সাবেক কাউন্সিলর আবু সাইদ বাবুর একটি পুকুর নতুন ভাবে খনন করা হয়। এসময় রাইফেলেরে ১টি গুলি ও ১০টি খোসা দেখতে পেয়ে খননকারী শ্রমিকরা কাউন্সিলরকে জানাই। কাউন্সিলর বাবু থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুবেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত গুলি ও খোসা জব্দ করে থানা হেফাজতে নেয়। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ধারণা করা হচ্ছে এসব গুলি ও খোসাগুলো স্বাধীনতা যুদ্ধের সময়ে বা তার পরেই কে বা কারা ওই পুকুরে ফেলে রাখতে পারে।#