উত্তর কোরিয়া আবারও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে ব্যর্থ হয়েছে। মাঝারি পাল্লার এ ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই বিধ্বস্ত হয়।বৃহস্পতিবার এ পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ নিয়ে এ মাসে দুইবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে ব্যর্থ হল দেশটি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসানের কাছ থেকে ছোড়া এ ক্ষেপণাস্ত্রটি ৩ হাজার কিলোমিটারের বেশি পাল্লার মুসুদান ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে।বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হওয়াটা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য আরেকটি ব্যর্থতা। এর আগে ১৫ এপ্রিলে উত্তর কোরিয়ার আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়।দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়া যে কোনও সময় আরেকটি পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। এটি হবে দেশটির পঞ্চম পারমাণবিক অস্ত্র পরীক্ষা।