চতুর্থ দফায় সুন্দরবনে আবারো আগুন

0
45

চতুর্থ দফায় সুন্দরবনে আবারো আগুন

এক মাসের মধ্যে চতুর্থ দফায় আগুন লেগেছে সুন্দরবনে। বুধবার বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্প এলাকার পশ্চিম পাশে আগুন লেগেছে বলে জানা গেছে।বিকেল সোয়া ৫টার দিকে চাঁদপাই রেঞ্জের এসিএফ বেলায়েত হোসেন বলেন, বনে ধোঁয়া দেখা যাচ্ছে-এমন খবর পেয়ে বন বিভাগ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছেসুন্দরবনে আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বনের নাংলী এলাকায় ধোয়া উড়তে দেখে স্থানীয়রা। পরে তারা বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে বিকেলেই রওনা হয়েছে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো: বেলায়েল হোসেন জানান, বুধবার বিকেলে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনের নাংলী ক্যাম্প সংলগ্ন নল বনে আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে নল বাগান ও আশপাশের গুল্ম জাতীয় লতাপাতা পুড়ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে যাওয়ার জন্য নিদের্শ দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি বন বিভাগ। আর ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পৌছাতে সন্ধ্যা হয়ে যাবে। এতে আগুন নিভাতে দারুন বেগ পেতে হবে।

উল্লেখ্য, এর আগে নাংলীর একই এলাকায় গত ২৮ মার্চ লাগা আগুনে প্রায় দেড় একর ও ১৩ এপ্রিল লাগা আগুনে পুড়ে গেছে প্রায় সাড়ে ৮ একর বনভূমির গাছপালা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here