ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাঁচে বাংলাদেশ

0
0

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাঁচে বাংলাদেশ

এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বড় একটি সুখবর পেল বাংলাদেশ দল। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাত থেকে উঠে গেছে পাঁচে। বছরের একটা পর্যায়ে র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করে আইসিসি। এর মধ্যে কোনো ম্যাচ না খেললেও এই হালনাগাদের ফলেই বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৭ থেকে বেড়ে হয়েছে ১০১। এর ফলেই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে গেল দুই ধাপ।১২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১১৭ রেটিং), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১৪)।এখনো এই নতুন র‌্যাঙ্কিং আইসিসি প্রকাশ করেনি। তবে আইসিসির সভা থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছেন এ খবর।
হালনাগাদ করার সময় গত এক বছরের সব কটি ম্যাচের শতভাগ পয়েন্ট এবং এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করা হয়। ২০১৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশ ওয়ানডেতে ভালো খেলছে। এর আগে অবস্থা শোচনীয়ই ছিল।হালনাগাদের সময়কালটা তো বটেই, সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের দুর্দান্ত সাফল্যের ছাপ থাকল র‌্যাঙ্কিংয়ে। পাঁচে উঠে যাওয়া বাংলাদেশের জন্য অবশ্যই বড় সুখবর। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাঙ্কিংয়ের সবার উপরে থাকা আট দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপ।

আইসিসি সভা থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে উঠে আসবে মাশরাফি বিন মুর্তজার দল।আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ৯৭ পয়েন্ট নিয়ে সাত নম্বরে ছিল মাশরাফি বিন মুর্তজার দল। গত দুই বছরের মধ্যে দেশের মাটিতে টানা পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ জেতে বাংলাদেশ। গত বছরের শুরুতে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে খেলে দলটি। আইসিসি বছরের একটা সময়ে নিজেদের র‌্যাঙ্কিং হালনাগাদ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই হালনাগাদের ব্যাপারে দুবাইয়ে শেষ হওয়া আইসিসির সভায় জানানো হয় কিন্তু এখনও তার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।প্রতি বছর হালনাগাদ করার সময় এর আগের এক বছরের সব কটি ম্যাচের শতভাগ পয়েন্ট এবং এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here