সুন্দরবনের শ্যালা নদী থেকে ৩০ জেলে অপহরণ

0
37

সুন্দরবনের শ্যালা নদী থেকে ৩০ জেলে অপহরণ

পূর্ব সুন্দরবনের শ্যালা নদীতে মাছ শিকারের সময় ৩০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।অপহৃত জেলেদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের সারোয়ার হোসেন, মো. হাসিব, মহিদুল মিয়া, নান্না হাওলাদার, মো.নাসির, মাসুদ হাওলাদার, উত্তর রাজাপুর গ্রামের শিফার হোসেন, কচুয়া উপজেলার দক্ষিণ বাধাল গ্রামের মো. মিলন সেখ ও একই উপজেলার বগা গ্রামের আ. খালেক মিয়া। এদের বাড়ি বাগেরহাট জেলার শরনখোলা ও কচুয়া উপজেলায় বলে জেলেদের সূত্রে জানা গেছে। রোববার সকালে সুন্দরবন থেকে ফিরে আসা জেলেরা জানান, গত শুক্রবার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালা নদী থেকে অপহৃত প্রত্যেক জেলের নিকট ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে বনদস্যুরা।তারা বলেন, গত শুক্রবার রাতে শ্যালা নদীর বিভিন্ন এলাকায় ২৫/৩০টি নৌকায় অর্ধশত জেলে মাছ শিকার করছিলেন। রাত ৩টার দিকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ১০/১২ জন সশস্ত্র সদস্য জেলে বহরে হামলা চালায়। এ সময় তারা জেলেদের কাছে থাকা খাদ্য সামগ্রী লুটে নিয়ে ৫/৭ জন জেলেকে মারপিট করে আহত করে। পরে বনদস্যুরা ৩০ জেলেকে মুক্তিপণের দাবিতে ধরে নিয়ে যায়।

এদিকে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট ফরিদ জানান, জেলে অপহরণের বিষয়টি তাদের জানা নেই। তবে অপহরণের বিষয়ে খোজ নিয়ে কোস্টগার্ড ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here