রাজশাহীতে আ.লীগ নেতার গুলিবিদ্ধ লাশ

0
36

24-04-16-Rajshahi_Ziaul Hoque Tuku Muder-5

রাজশাহী নগরীতে আওয়ামী লীগের এক নেতার গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।নিহত জিয়াউল হক টুকু রাজশাহী জেলা আওয়ামী লীগের অর্থ বিষয় সম্পাদক। রাজশাহী চেম্বার অ্যান্ড কমার্সের সাবেক প্রশাসক টুকু প্রথম শ্রেণির একজন ঠিকাদার।

24-04-16-Rajshahi_Ziaul Hoque Tuku Muder-1রোববার বেলা সাড়ে ৪টার দিকে নগরীর গৌরহাঙ্গা এলাকার অফিসে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন জানান।তিনি বলেন, রক্তাক্ত টুকুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এটি হত্যাকাণ্ড, না তিনি আত্মহত্যা করেছেন- সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।আগের দিন সকালে এই রাজশাহীতেই খুন হন এক বিশ্ববিদ্যালয় শিক্ষক।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে তার বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয় বলে প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here