মাগুরায় নির্বাচনী সংঘর্ষে আহত ২০

0
41

4e669cfc9ec6e142d89a1eed7377ab21-Nirbachani-Shahingshata-01

মাগুরার শ্রীপুর উপজেলা সদর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ওই সময় ঘরবাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে।রোববার মদনপুর গ্রামে ওই সংঘর্ষ নিয়ন্ত্রণে গুলি ও টিয়ারশেল ছুড়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ, কর্মী লুৎফর শিকদার ও মোহন মিয়াকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়া চোঁখে টেটাবিদ্ধ হয়ে গুরুতর জখম উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, উপজেলা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মদনপুর গ্রামে বিজয়ী রজব মোল্যা ও পরাজিত নাজির মজুমদার দুজনই আওয়ামী লীগ নেতা। বেলা ১১টার দিকে ভোট নিয়ে দুপক্ষের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।দুপক্ষ সড়টি, টেটা, লাঠিশোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।ওসি বলেন, সংঘর্ষ চলাকালে দুপক্ষের ১০টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ সংঘর্ষ থামাতে ৪০ রাউন্ড রাবার বুলেট ও ৪০ রাউন্ড টিয়ারশেল ছুড়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।পুলিশ একজনকে আটক করেছে এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি রেজাউল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here