কলম্বিয়ায় অক্টোবর থেকে জিকা ভাইরাসে আক্রান্ত প্রায় ৭২ হাজার লোক

0
42

কলম্বিয়ায় অক্টোবর থেকে জিকা ভাইরাসে আক্রান্ত প্রায় ৭২ হাজার লোক
কলম্বিয়ায় অক্টোবর মাস থেকে প্রায় ৭২ হাজার লোক জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১৩ হাজার অন্তঃসত্ত্বা নারী। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। কলম্বিযার জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (আইএনএস) জানিয়েছে, দেশে এই ভাইরাসের পাশাপাশি ৪টি শিশু মাইক্রোসেফালিতেও আক্রান্ত হয়েছে। এতে নবজাতক শিশুরা অস্বাভাবিক ছোট মাথা ও অপরিণত মস্তিস্ক নিয়ে জন্মায়।

আইএনএস জানায়, আরো ২২ জন মাইক্রোসেফালিতে আক্রান্ত হয়ে থাকতে পারে। তাদের বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে।
এই মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে জিকা ভাইরাসের কারণেই মাইক্রোসেফালিসহ মস্তিষ্কের অন্যান্য মারাত্মক ধরনের ক্ষতি হয়। অক্টোবর মাসে মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষায় মোট ৩ হাজার ২৯২ জনের দেহে জিকা ভাইরাস থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে । এছাড়াও আরো ৬৮ হাজার ৬৬০ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটি বলে সন্দেহ করা হচ্ছে । অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে মোট ১ হাজার ৭০৩ জনের দেহে ভাইরাসটি রয়েছে। এছাড়াও আরো ১১০৯৯ জন স্বাস্থ্য কর্মকর্তাদের তালিকাভুক্ত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here