পাবনায় ত্রিমুখি সংঘর্ষ :গুলিতে নিহত ১

0
79

পাবনা

পাবনায় আ’লীগ-বিএনপি সমর্থিতচেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে আইনশৃংখলা বাহিনীর ত্রিমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইমদাদুল হোসেন (৩২)। সে ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা সূত্র জানায়, সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা দেরী হওয়ায় স্থানীয়রা আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং আইন শৃংখলা বাহিনীর একটি গাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। এদিকে কে থেকে ব্যালট বাক্স বের করে নিয়ে যাবার সময়ে বিক্ষুদ্ধরা বাধা দিতে গেলে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তাদের প্রতিহত করতে ফাঁকা গুলি চালায়। এ সময় গুলিতে ইমদাদুল হোসেন নিহত হয়। আহত হয় কমপক্ষে ১০ জন।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here