পানামা পেপারস : আইনি প্রতিষ্ঠানে ফের তল্লাশি

0
68

Panama-pappers
পানামা কর্তৃপক্ষ পানামা পেপারস কেলেঙ্কারির কেন্দ্র বিন্দুতে থাকা আইনী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে শুক্রবার প্রতিষ্ঠানটিতে আবারো তল্লাশি অভিযান চালিয়েছে । স্থানীয় সংবাদপত্র লা প্রেনসা জানায়, প্রসিকিউটররা সংঘবদ্ধ অপরাধের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার মালিকানায় থাকা একটি একটি মজুদ কেন্দ্রে এ তল্লাশি অভিযান চালান। প্রসিকিউটররা এএফপিকে তল্লাশি অভিযান চালানোর খবর নিশ্চিত করলেও এব্যাপারে তারা বিস্তারিত আর কিছু জানাননি। অভিযানের পর মোসাক ফনসেকা জানায়, তদন্তে সহযোগিতা করতে তারা প্রস্তুত। এরআগের তদন্ত থেকে প্রসিকিউটরা এ মজুদ কেন্দ্রের তথ্য পান।

আইনি প্রতিষ্ঠানের বিবৃতিতে বলা হয়, মজুদ কেন্দ্রে পুরোনো কাগজপত্র রাখা হয়। পানামার মোসাক ফনসেকায় বিগত কয়েক সপ্তাহের মধ্যে এটি ছিল দ্বিতীয় তল্লাশি অভিযান। ১২ এপ্রিল প্রসিকিউটরদের একই ইউনিট ওই আইনি প্রতিষ্ঠানের প্রধান দপ্তরে কমপক্ষে ৭২ ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালায়। প্রথমবার তল্লাশি অভিযান চালানোর পর কর্মকর্তারা জানান, আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার মতো কোন প্রমাণ পাওয়া যায়নি। তারা আরো জানান, এ প্রতিষ্ঠান তাদের কাগজপত্র বা তথ্য বিভিন্ন স্থানে অবস্থিত শতাধিক সার্ভারে সংরক্ষণ করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here