নির্যাতিত নারীদের পাশে থাকার প্রকল্প ‘অপরাজিতা যশোর’ এর উদ্বোধন

0
0

নির্যাতিত নারীদের পাশে থাকার প্রকল্প ‘অপরাজিতা যশোর’ এর উদ্বোধন
নির্যাতিত নারী ও শিশুদের আইনী সহায়তা প্রদানের নতুন উদ্যোগ“অপরাজিতা যশোর” যাত্রা শুরু করেছে ডিজিটাল জেলা যশোরে। শনিবার সকাল ১০ ট্য়া যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “অপরাজিতা যশোর” অ্যাপ এবং সিস্টেম-এর উদ্ধোধন কররেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এনডিসি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার ও প্রধামন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট সোহেল হাসান।

নারী বা শিশু নির্যাতন সংক্রান্ত অভিযোগ জানাতে একজন ব্যক্তি “অপরাজিতা যশোর” অ্যাপ এর মাধ্যমে সরাসরি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আওতাধীন জাতীয় হেল্প লাইন সার্ভিস ১০৯২১ এ ফোন করে অভিযোগ জানানোর সুযোগ থাকছে।এই সিস্টেমে অভিযোগ দাখিল, অনুসন্ধান এবং অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকরণের বিভিন্ন পর্যায়ের অগ্রগতি বিষয়ে নোটিফিকেশনের ব্যবস্থা রয়েছে।

এই সিস্টেম এ অভিযোগ দাখিলের অব্যবহিত পরই একটি সক্রিয় গ্রুপ অভিযোগ নিষ্পত্তির কাজে নিয়োজিত হবে। ভিন্ন ভিন্ন টিমে অন্তর্ভুক্ত থাকবেন, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, অফিস সহকারী, উপজেলা মহিলা বিষয়ক অফিস, অফিস সহকারী, মহিলা বিষয়ক অফিস, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, প্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহ অন্যান্য এনজিও প্রতিষ্ঠানের কর্মী। তাঁদের সক্রিয় সহযোগিতা“অপরাজিতা যশোর”এর কার্যকরি সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই প্রকল্পে সহায়তা প্রদান করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ড।উল্লেখ্য, জনগণের সেবা প্রাপ্তি আরো সহজ করতে ও সরকারি সেবার মান উন্নয়নে সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ের ইনোভেশন প্রচেষ্টায় সহায়তা প্রদান করতে এবং বিদ্যমান ক্ষুদ্র এবং মধ্যম পর্যায়ের উদ্যোগসমূহে উদ্ভাবনী দক্ষতার বিকাশে চালু করা হয় “সার্ভিস ইনোভেশন ফান্ড”। বাংলাদেশ সরকার, ইউএনডিপি ও ইউএসএইড এর সমন্বয়ে গঠিত এ ফান্ড পরিচালিত হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাস্তবায়নাধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের মাধ্যমে। অপরাজিতা যশোরসহ ৯০টির মতো প্রকল্পে সহায়তা প্রদান করেছে “সার্ভিস ইনোভেশন ফান্ড”।এর আগে যশোরের দলিত জনগোষ্ঠীর ৪০ ছাত্রীকে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। আইএফআইসি ব্যাংকের অর্থিক সহায়তাই এই সাইকেল ছাত্রীদের হাতে তুলেদেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here