গাজীপুরে কারখানা ভবন ভাঙ্গার সময় টিন শেড চাপা পড়ে- এক শ্রমিক নিহত, নারীসহ আহত ৬ 

0
94

Gazipur, Konabari Building Damage--3

গাজীপুরের কোনাবাড়িতে শনিবার বিকেলে এক কারখানার পরিত্যাক্ত ভবন ভাঙ্গার সময় ধ্বসে পড়া ভিমের নীচে পাশর্^বর্তী একটি দোতলা টিনশেড চাপা পড়েছে। এতে ওই টিনশেডের বাসিন্দা এক গার্মেন্টস কর্মী নিহত ও নারীসহ অপর ৬ জন আহত হয়েছে। নিহতের নাম আব্দুল হান্নান (২৮)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে।

Gazipur, Konabari Building Damage--1কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল ও স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির পল্লীবিদ্যুৎ রোড এলাকার কাদের সিনথেটিক টেক্সটাইল লিমিটেড কারখানার ৫ তলা উচ্চতার একটি পরিত্যাক্ত ভবন ভেঙ্গে সরিয়ে নেওয়ার কাজ গত কিছুদিন ধরে চলছিল। কাজ চলাকালে শনিবার বিকেল ৫টার দিকে ওই ভবনের ৪তলা উচ্চতা থেকে ভিমের একটি অংশ হঠাৎ ভেঙ্গে পাশর্^বর্তী দোতলা একটি টিন শেডের উপর ছিটকে পড়ে। এতে কাঠের পাটাতনের উপর নির্মিত ওই টিন শেডের তিনটি কক্ষ ও কক্ষে থাকা গার্মেন্টসের ৪ শ্রমিক ভিমের নীচে চাপা পড়ে। স্থানীয়রা গুরুতর অবস্থায় হান্নানকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায়। প্রায় দু’ঘন্টা চেষ্টার পর চাপা পড়া টিনশেড ঘরের দোতলা থেকে একজন এবং নিচতলা থেকে এক নারীসহ মোট ৬ জনকে উদ্ধার করা হয়। অপর আহত ৬ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন জানান, স্থানীয় তাজুল ইসলামের এ টিন শেডটিতে বিভিন্ন কারখানার শ্রমিকরা ভাড়া থাকতো। ঘটনার সময় অন্যরা কর্মস্থলে থাকায় হতাহতের সংখ্যা কম হয়েছে। ঘটনার পর থেকে ভবন ভাঙ্গার দায়িত্বে থাকা ঠিকাদার পলাতক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here