অধ্যাপক রেজাউল হত্যায় জঙ্গিগোষ্ঠী জড়িত with Video

0
86

অধ্যাপক রেজাউল হত্যায় জঙ্গিগোষ্ঠী জড়িত-db
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে জঙ্গিগোষ্ঠী জড়িত আছে বলে পুলিশ ধারণা করছে। শনিবার বেলা ১১টার দিকে নগরীর বোয়ালিয়ার শালবাগানে হত্যাকাণ্ডস্থল পরিদর্শন শেষে একথা জানান রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন। অধ্যাপক রেজাউলকে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। ওই সময় তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কমিশনার শামসুদ্দিন বলেন, অতীতে যেভাবে ব্লগারদের কুপিয়ে হত্যা করা হয়েছে, একই কায়দায় অধ্যাপক রেজাউলকে হত্যা করা হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে- হত্যাকাণ্ডে কোনো জঙ্গি গোষ্ঠী জড়িত। অন্যদিকে, অধ্যাপক রেজাউল আগে কখনও হুমকি পেয়েছিলেন কি না, তা কেউ জানাতে পারেননি। তিনি লেখালেখির পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত ছিলেন। এলাকায় একটি গানের স্কুল খোলার কাজ করছিলেন তিনি। পুলিশ কর্মকর্তা শামসুদ্দিন বলেন, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here