২০১৮ সালের মধ্যে সকল ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে যাবে

0
89

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর যোগ্য ও দক্ষ নেতৃত্বে ২০১৮ সালের মধ্যে প্রত্যেকের ঘরে ঘরে নতুন বিদ্যুৎ সংযোগ পৌঁছে যাবে। সবার ঘরে ঘরে আলো জ্বলবে। তিনি বলেন, বিদেশীরা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতো, আজ তারাই বলছে দেশ তরতর করে এগিয়ে যাচ্ছে। বর্তমানে দেশের জিডিপি ৭.৭ যা অতীতে কখনো কল্পনাও করতে পারেনি।শুক্রবার সকালে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনী পল্লী বিদ্যুত সমিতি সভাপতি মো. ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফেনী পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান।সোনাগাজী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মো. মহিউদ্দিন মোসাহেদুল্লাহের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, সোনাগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির ও ইউপি সদস্য আরু মিয়া মেম্বার।পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান সুইচ টিপে সোনাগাজীতে ৯টি গ্রামে তিন কোটি ৮৩ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে প্রায় ৬ শ পরিবারে নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here