রাশিয়া সংঘাতদীর্ণ সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য মোতায়েন রেখেছে। বৃহস্পতিবার ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ একথা বলেন। তুরস্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সিরিয়া থেকে আংশিক সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়া সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে, রাশিয়া আসাদ সরকারের সমর্থনে দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য মোতায়েন রেখেছে।’