মেক্সিকোর পেট্রোকেমিক্যাল স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ কারখানার ভেতরে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে। রাষ্ট্র পরিচালিত বৃহৎ তেল কোম্পানি পেমেক্স একথা জানিয়েছে। তেল কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা জোসে অ্যান্টোনিও গঞ্জালেস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।’ বুধবারের এই বিস্ফোরণে এর আগে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তিনি আরো বলেন, এই ঘটনায় নিখোঁজের সংখ্যা ১৮ জন থেকে কমে ৮ জনে দাঁড়িয়েছে। পেমেক্স এই স্থাপনাটির অংশীদার।