মনোনয়ন বাণিজ্যএখন ওপেন সিক্রেট:তৃণমূলের দ্বন্দ্বে শঙ্কিত আ.লীগ

0
87

আ.লীগ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দলের তৃণমূলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে শঙ্কিত ক্ষমতাসীন আওয়ামী লীগ।প্রতিটি ধাপের নির্বাচনেই দ্বন্দ্বে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন, সেই সঙ্গে হতাহতের ঘটনাও ঘটছে।সবশেষ নির্বাচনে অধিকাংশ ইউনিয়নেই দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে তৃণমূল নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। কোথাও কোথাও কর্মী-সমর্থকরা প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ দ্বন্দ্ব নিরসনে এই মুহুর্তে কোনো উপায় খুঁজে পাচ্ছেন না দলের নীতিনির্ধারকরা।এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল আওয়ামী লীগে ব্যাপক মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। দু’দফায় নির্বাচন হওয়ার পর এখন বাণিজ্যের বিষয়টি ওপেন সিক্রেট। অধিকাংশ এলাকায় স্থানীয় সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে উঠেছে এ অভিযোগ। সর্বশেষ রোববার চট্টগ্রামে দলীয় নেতাদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ নেতারা। এর আগে সিলেট, সিরাজগঞ্জসহ একাধিক স্থানে সংবাদ সম্মেলন এবং খুলনায় মানববন্ধন করে দলের নেতাকর্মীরা মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ জানিয়েছেন। এ চিত্র সারা দেশেরই।

অন্যদিকে, ইউ নিবার্চনে মনোনয়ন বাণিজ্য বন্ধের দাবী জানিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামীলীগের রাজনৈতিক কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে ।বৃহস্পতিবার বিকালে এ মানববন্ধন করেন আওয়ামীলীগের চট্রগাম অঞ্চলের একদল তৃণমূল নেতাকর্মী যাদেও এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে আগামী ২৮ মে ভোট হবে । মানববন্ধনে তারা অভিযোগ করেন ,টাকার বিনিময়ে জামায়াত সমর্থিদের কেউ কেউ চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য সুপারিশ করা হয়েছে । তাদের কেউ কেউ তৃণমূলে সবোর্চ্চ ভোট পেলেও তাদেরকে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চচলছে। এদিকে, অনেক স্থানে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত, বহিরাগত, সদ্য দলে যোগদানকারী কিংবা ব্যবসায়ীরা নিজের জন্য অথবা তাদের নিজস্ব লোকের মনোনয়ন বাগাতে টাকা ছড়াচ্ছেন। টাকায় ম্যানেজ হয়ে দলের ত্যাগী, যোগ্য, জনপ্রিয় এবং আদর্শিক নেতাকর্মীদের বাদ দিয়ে মনোনয়ন দেয়া হচ্ছে, নব্য আওয়ামী লীগার, ভুঁইফোড়, টাকাওয়ালা এমনকি আওয়ামী লীগবিরোধী জামায়াত-শিবিরের লোকজনদের। ইউপি নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের এ মনোনয়ন বাণিজ্য নিয়ে সর্বত্রই ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার মনোনয়ন বাণিজ্যের অভিযোগ এনে বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীর বিক্ষুব্ধ সমর্থকরা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর করেছে। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনেও একাধিকবার মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে বঞ্চিতরা। মনোনয়ন বাণিজ্যের অভিযোগে খুলনা আওয়ামী লীগের একাংশের নেতারা প্রকাশ্যে মানববন্ধন করে মনোনয়ন বাণিজ্যের জন্য দলীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, কমপক্ষে ৭০ থেকে ৮০ শতাংশ মনোনয়নের ওেক্ষত্রে বাণিজ্য চলছে অনেকটা প্রকাশ্যেই।চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের অর্থের বিনিময়ে মনোনয়ন দেয়া বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে গত শুক্রবার ফেনীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘কিছু কিছু এলাকায় প্রার্থী মনোনয়নে টাকা নিচ্ছে, এসব অভিযোগ একদম অসত্য নয়। এসব ব্যাপারে যাচাই-বাছাই হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।মনোনয়ন বাণিজ্যের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে অনেক ধরনের অভিযোগ তারা পেয়েছেন। এরই মধ্যে দলের সাংগঠনিক সম্পাদকদের এসব অভিযোগের বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে। তারা রিপোর্ট জমা দিলে তার ভিত্তিতে দলীয় সভানেত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি কোথাও বাণিজ্যের বিষয়টি প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন নাজির সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তৃণমূলের ভোটাভুটিতে সর্বোচ্চ নয় ভোটে জিতেও তিনি দলীয় মনোনয়ন পাননি। তার অভিযোগ, ‘উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ তার কাছে দুই লাখ টাকা ঘুষ চেয়েছিলেন। ঘুষ না দেয়ায় তৃণমূলে মাত্র ১ ভোট পাওয়া গোলাম সরওয়ার লিটনের কাছে ১০ লাখ টাকায় মনোনয়ন বিক্রি করে দিয়েছেন।

পরে কেন্দ্র থেকে লিটনকেই দলীয় প্রার্থী করা হয়েছে। তবে, লিটন এ অভিযোগ অস্বীকার করে বলেন, কারও কাছে ঘুষ দাবি করার প্রশ্নই আসে না। যারা তৃণমূলের ভোটে অংশ নিয়েছিলেন তাদের মধ্যেপ্রথম তিনজনের নাম সুপারিশ করে পাঠানো হয়েছিল। সে অনুযায়ী কেন্দ্র মনোনয়ন দিয়েছে।

জানা যায়,খুলনার ডুমুরিয়া থানার চুকনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন, কুখ্যাত গণহত্যার জন্য দেশ-বিদেশে পরিচিত, ইউনিয়ন শান্তি কমিটির সভাপতি মরহুম আবদুল ওহাবের ছেলে আবদুল কাইয়ুম খোকা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অভিযোগ করেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম এবং পার্শ্ববর্তী আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতাপ কুমার রায়। তারা সরাসরি আর্থিক লেনদেনের বিষয়টি উল্লেখ না করলেও বাণিজ্যের প্রতিই ইঙ্গিত করেন।

সিলেট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাতক সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, বিপুল অংকের অর্থের বিনিময়ে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী সাইফুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। সাইফুল ইসলামের পিতা সিরাজ মিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি। তার পুরো পরিবার বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। আরেক সংবাদ সম্মেলনে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে চেয়ারম্যান পদে সদ্য যোগদানকারী বিএনপি-জামায়াতপন্থী অদুদ আলমকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা লিখিত বক্তব্যে বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কালারুকা ইউনিয়নে সদ্য যোগদানকারী জামায়াত পরিবারের সদস্য অদুদ আলমকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। একটি প্রভাবশালী চক্র বিপুল অংকের অর্থের বিনিময়ে কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডকে ভুল তথ্য দিয়ে তাকে দলীয় প্রার্থী করে।শাহজাদপুরের গাড়াদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন সাইফুল ইসলাম। তার জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। সাইফুল পাঁচ বছর আগে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আওয়ামী লীগে ওঠা-বসা শুরু করেন। তার পুরো পরিবার জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। তার চাচা উপজেলা নির্বাচনে জামায়াতের মনোনয়নে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ মনোনয়নের ক্ষেত্রেও অর্থের লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে।এদিকে চট্টগ্রাম ব্যুরো জানায়, মনোনয়ন বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের বহিষ্কার দাবি করেছে কর্ণফুলী ও আনোয়ারা থানা আওয়ামী লীগ। গত রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কর্ণফুলী থানা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ জামাল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচন করার কথা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির বর্ধিত সভা করে। নিজ নিজ ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের সমন্বয়ে গঠিত নির্বাচনী বোর্ড একজনের নাম প্রস্তাব বা সুপারিশ করে কেন্দ্রে পাঠাবে। কিন্তু দলীয় এ সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান মনোনয়ন বাণিজ্যের অপপ্রয়াসে লিপ্ত হয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নান, শিকলবাহা ইউপি চেয়ারম্যান ও কর্ণফুলী থানা আওয়ামী লীগ নেতা আবুল কালাম বকুলসহ নেতারা।খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়নের মনোনীত প্রার্থীকে বিএনপির সমর্থক হিসেবে দাবি করে লিখিত অভিযোগ করেছেন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক। অভিযোগে তারা বলেন, তৃণমূলের ভোটে কাজী কামাল হোসেনের কাছে ২০ ভোট কম পেয়ে পরাজিত হলেও মো. মহসিনকে কেন্দ্র থেকে মনোনয়ন দেয়া হয়েছে। মহসিন বিএনপি পরিবারের সদস্য। তার মামা একজন আফগান ফেরত জঙ্গি। জামিনে মুক্তি পেয়ে তিনি সৌদি আরব পালিয়ে গেছেন। মহসিনের মনোনয়ন পাওয়ার পেছনেও আর্থিক লেনদেন জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে, মো. মহসিন আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করে যুগান্তরকে বলেন, তিনি আজীবন আওয়ামী লীগ করেন। যোগ্য বলেই তাকে দল মনোনয়ন দেয়া হয়েছে। তার মামাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে তিনি বলেন, তার মামা সৌদি আরবেই বসবাস করেন।
সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে ২০০৪ সালে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়া মাহবুবার রহমান মোফে এবার এ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন নৌকা মার্কায়। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদে তৃণমূলে বর্তমান চেয়ারম্যান শহিদ উল্লাহ বিএসসি একক প্রার্থী হিসেবে জাফর উল্লাহ দুলাল হাওলাদারের নাম কেন্দ্রে পাঠানো হয়। দুলাল হাওলাদার প্রাথমিকভাবে চূড়ান্ত মনোনয়ন পেলেও তা পরে বাতিল করে শহিদ উল্লাহ বিএসসিকেই চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। তবে, অর্ধকোটি টাকায় দুলাল তালুকদার স্থানীয় নেতাদের ম্যানেজ করেন বলে স্থানীয়ভাবে মুখরোচক আলোচনা বিদ্যমান।শরীয়তপুর জেলার এক এমপির বিরুদ্ধে গাড়ি উপঢৌকন নিয়ে তার পক্ষে মনোনয়নের জন্য কেন্দ্রে তদবির করার অভিযোগ উঠেছে। গাড়িটি এমপির স্ত্রী ব্যবহার করছেন।

বরগুনা জেলার এক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে জোর করে স্বাক্ষর নিয়ে তাদের স্বাক্ষরযুক্ত কাগজে প্রার্থীদের নাম বসিয়ে কেন্দ্রে জমা দেন। আর্থিক সুবিধা নিয়ে মনোনয়নের যোগ্য নন এমন ব্যক্তিদের নাম পাঠানো হয় বলে এ নিয়ে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে।আওয়ামী লীগ নেতারা জানান, যে বিদ্রোহী প্রার্থীর কারণে দ্বন্দ্ব তৈরি হচ্ছে সেই বিদ্রোহী ঠেকানোই দুরূহ হয়ে পড়েছে। ইতোমধ্যে বিদ্রোহী ও তাদের সহযোগীদের দল থেকে চূড়ান্ত বহিষ্কারের ঘোষণা দিয়েও কোনো কাজ হচ্ছে না। প্রতিটি ধাপের নির্বাচনেই অধিকাংশ ইউপিতে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাচ্ছেন। আর যেখানে বিদ্রোহী প্রার্থী, সেখানেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এ দ্বন্দ্ব থেকে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভেঙে পড়ছে।নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলেও তারা মন্তব্য করেন।এদিকে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং যারা বিদ্রোহীদের সহযোগিতা করছেন বা সমর্থন দিচ্ছেন তাদের বহিষ্কারের বিষয়টিও দলের জন্য হিতে-বিপরীত হতে পারে বলে দলের নীতিনির্ধারকরা মনে করছেন। যারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বা অবস্থান নিয়েছেন তারা দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের সাংগঠনিক শাস্তি হবে দল থেকে বহিষ্কার। ইতোমধ্যে দল থেকে এ ঘোষণাও দেওয়া হয়েছে।এ ঘোষণা বাস্তবায়ন করতে গেলে তৃণমূল পর্যায়ের একটা বড় সংখ্যক নেতাকর্মীকে বহিষ্কার করতে হবে।

এতে তৃণমূলের সংগঠন ক্ষতিগ্রস্ত ও দুর্বল হয়ে পড়তে পারে বলেও তারা আশঙ্কা করছেন। এ পরিস্থিতিতে দলের নীতিনির্ধারকরা উভয় সংকটে রয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সিনিয়র পর্যায়ের এক নেতা বলেন, বিদ্রোহী প্রার্থী ও তার সহযোগীরা দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন। কিন্তু কতোজনকে বহিষ্কার করা যায়? একজন বিদ্রোহী প্রার্থী শুধু নয়, তার সঙ্গে যদি ১০ জন নেতাকর্মী থাকেন তাহলে প্রত্যেককে বহিষ্কার করলে সংগঠনের অবস্থা কী দাঁড়াবে! অধিকাংশ ইউনিয়নেই তো আওয়ামী লীগের এই অবস্থা।আওয়ামী লীগের একাধিক নেতা জানান, অতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী থাকতে দেখা গেছে। তবে এবার পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। তাছাড়া অতীতে ছিল নির্দলীয় নির্বাচন। দল একজনকে সমর্থন দিতো। তার বিপরীতে কোনো প্রার্থী থাকলে বা কর্মী-সমর্থকরা বিভক্ত হয়ে পড়লেও সেটি সংগঠনের জন্য কোনো বিষয় ছিল না। কিন্তু এবারের বাস্তবতা আলাদা। এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে দলীয়ভাবে এবং দলীয় প্রতীকে। এ কারণেই দলের প্রার্থী হওয়ার প্রতিযোগিতা বেড়েছে। দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন। আর দলীয়ভাবে নির্বাচন হওয়ার কারণে বিদ্রোহী প্রার্থীর অবস্থান দলের বিরুদ্ধে চলে যাচ্ছে। ফলে প্রার্থীদের কর্মী-সমর্থকদের দ্বন্দ্ব-সংঘাত দলের মধ্যে ছড়িয়ে পড়ছে।গত ২২ মার্চ প্রথম ধাপে ৭২৩টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের বিপরীতে প্রায় সাড়ে ৪শ’ বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৪৩টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ধাপেও পাঁচ শতাধিক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপ এবং ৭ মে চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুই ধাপের নির্বাচনেও বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।মোট ছয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত দুই ধাপের নির্বাচনে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর প্রায় অধিকাংশই ঘটেছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে। প্রথম ধাপের নির্বাচনে নিহত হয়েছেন ২৪ জন। দ্বিতীয় ধাপের নির্বাচনে নিহত হন ৯ জন। আর এ দুই ধাপের নির্বাচনকে কেন্দ্র করে আগে ও পরে আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে ইতোমধ্যে অর্ধশতাধিক নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here