বুড়িগঙ্গাসহ দেশের সকল নদ-নদীর পানি দুষণ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি

0
94

বুড়িগঙ্গাসহ দেশের সকল নদ-নদীর পানি দুষণ
মিল-কারখানার বর্জ্য এবং পয়ঃবর্জ্য যেন নদী, খাল, পুকুর ও জলাশয়ে গিয়ে দূষণ না করতে পারে, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে গ্রীন মাইন্ড সোসাইটি ও স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা। বুড়িগঙ্গাসহ দেশের সকল নদ-নদীর পানি রক্ষায় সকলকে একযোগে সোচ্চার হওয়ার জন্য আহবান জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। আজ সকালে বুড়ীগঙ্গা নদীর তীরে খোলামোড়া ঘাটে অবস্থান কর্মসূচি পালনকালে বক্তারা এ দাবি জানান।  বিশ্ব পানি দিবস উপলক্ষে গ্রীন মাইন্ড সোসাইটি ও স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা যৌথভাবে এই কর্মসূচি পালন করে। সোসাইটির সভাপতি আমির হাসান মাসুদের সভাপতিত্বে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি উম্মে সালমা, সহসভাপতি ইসরাত জাহান লতা, মানবাধিকার কর্মী ডা. আনোয়ার হোসেন, ফারুক হোসেন, সেতুবন্ধন কামরাঙ্গীরচরের সদস্য আতিক হোসেন প্রমুখ।

অবস্থান কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, পানি ও নদীর সঙ্গে বাংলাদেশের জীবন-জীবিকা, পরিবেশ, প্রতিবেশ, ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি সবকিছু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পানির অভাবে নদীকেন্দ্রিক জীবিকা সংকুচিত হচ্ছে। পাশাপাশি জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, শিল্প উন্নয়ন, প্রাকৃতিক বা বাস্তুসংস্থানসহ মানুষের জীবন ও জীবিকা মারাতœক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।  বক্তারা বলেন, জীবন ধারণের জন্য পানি অপরিহার্য উপাদান। পৃথিবীর তিনভাগ পানি, একভাগ স্থল। মানুষের শরীরেও তিন-চতুর্থাংশ পানি। মানুষ, অন্যান্য প্রাণী ও উদ্ভিদ সবকিছু পানির উপর নির্ভরশীল। পান করা ছাড়াও সব ধরনের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে পানি ব্যবহৃত হয়। তাই ব্যবহারোপযোগী পানির উৎস নদী, খাল-বিল, পুকুর, জলাশয় দূষণ ও ভরাট রোধ করে সংরক্ষণ ও পানির অপচয় রোধ জরুরী  বক্তারা আরো বলেন, জনস্বাস্থ্য ও ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে পানির উৎসে দূষণরোধ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here