শেক্সপিয়র স্মরণে বছরব্যাপী কার্যক্রম শিল্পকলার

0
0

001_press conference

উইলিয়াম শেক্সপিয়রের ৪৫০তম জন্মবার্ষিকী ও ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, আলী যাকের, বারবারা উইকিহ্যাম, মফিদুল হক ও নাসিরউদ্দীন ইউসুফ।বিকেল সাড়ে ৪টা থেকে জাতীয় নাট্যশালা প্রাঙ্গণ ও লবিতে রয়েছে শেক্সপিয়র কার্নিভাল। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় থাকছে বাংলাদেশের নাট্যমঞ্চে শেক্সপিয়র শীর্ষক ভিডিওচিত্র প্রদর্শনী। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ‘বাংলাদেশে শেক্সপিয়র শিরোনামে বিশেষ বক্তৃতা রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম।

সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রয়েছে উদ্বোধনী আলোচনা। রাত ৮টা ৩৫ মিনিটে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পরিবেশনায় শেক্সপিয়রের সনেট আবৃত্তি। রাত ৮টা ৪০ মিনিটে মঞ্চায়ন হবে শেক্সপিয়র প্রযোজনার অংশবিশেষ। নাটকগুলো হলো- ম্যাকবেথ’, ‘ত্রয়লাস ও ক্রেসিদা’, রোমিও অ্যান্ড জুলিয়েট’ ও ‘মিডসামার নাইট’স ড্রিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here