কালিয়াকৈর ইউপি নির্বাচন: আওয়ামীলীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

0
56

আওয়ামীলীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

গাজীপুরে কালিয়াকৈরের ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৭মে অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৭ টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে আওয়ামীলী মনোনীত প্রার্থীর বিপক্ষে প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচনে অংশ গ্রহন করায় তাদের দলের সদস্যপদসহ সকল পদ থেকে পাঁচজনকে বহিস্কার করা হয়েছে।

বুধবার দিনব্যাপী কালিয়াকৈর উপজেলার তালতলী আনন্দপার্ক বিনোদন কেন্দ্রে কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই নির্বাহী কমিটির সভায় আওয়ামীলীগের বিদ্রোহী ৫ জনকে বহিস্কার করা হয়।

বহিস্কৃতরা হচ্ছে উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি ফুলবাড়িয়া ইউনিয়নের আব্দুর রাজ্জাক, চাপাইর ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির সদস্য মো. সাইফুজ্জামান সেতু, ঢালজোড়া ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মো. ইছামুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আটাবহ ইউনিয়নের আলাউদ্দিন মোল্লা ও আটাবহ ইউনিয়নের সঞ্জয় কুমার সাহা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন সিকদার জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর বিপক্ষে প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচনে অংশ নেওয়ায় ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃংখলা ভঙ্গের কারনে ১৬ এপ্রিল কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০ এপ্রিল উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা হতে সকল বিদ্রোহী প্রার্থীকে দল হতে একযোগে বহিস্কার করা হয়। দলের সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন সিকদার, দেওয়ান মো. ইব্রাহিম, আব্দুল মান্নান শরীফ প্রমুখ।

কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন সিকদার বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here