হেইডেনের চোখে আইপিএলের সেরা বোলার মুস্তাফিজুর রহমান

0
25

হেইডেনের চোখে আইপিএলের সেরা বোলার মুস্তাফিজুর রহমান
বাংলাদেশের জার্সি গায়ে দুর্দান্ত পারফরমেন্সের কারনেই গত এক বছরে বিশ্ব ক্রিকেটে সুনাম কুড়িয়েছেন ভুড়ি-ভুড়ি। আর এখন বাংলাদেশের জার্সি ছাড়াই ক্রিকেট আঙ্গিনায় সুনাম কুড়াচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বল হাতে নিজের উজ্জলতা ছড়াচ্ছেন মুস্তাফিজ। তার উজ্জল পারফরমেন্সে মুগ্ধ হচ্ছেন সাবেক খেলোয়াড়রা। এবার মুস্তাফিজের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন। তিনি বলেন, ‘আইপিএলের সেরা বোলার মুস্তাফিজুর।’

আন্তর্জাতিক অঙ্গনে গত এক বছরে তিন ফরম্যাট মিলিয়ে ২৪ ম্যাচের ২৪ ইনিংসে ৫২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিজের আসল জাত চিনিয়েছেন তিনি। মূলত তার অসাধারন বোলিং নৈপুন্যেই ঐ সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। এরপর থেকে বিশ্ব জুড়ে চলে মুস্তাফিজ বন্দনা।

মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্সে আইপিএলের দল সানরাইজ হায়দ্রাবাদ কিনে নেয় তাকে। এখানে এসেও বল হাতে অদম্য মুস্তাফিজ। তিন ম্যাচে এখন পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন তিনি। ৩ ম্যাচে ১২ ওভার বল করে ৮৭ রান দিয়েছেন এই বাঁ-হাতি পেসার। তবে ম্যাচে যেভাবে নিজের ডেলিভারিগুলোতে বৈচিত্র্যতা দেখাচ্ছেন মুস্তাফিজ, তাতে অবাকই হচ্ছেন সাবেক খেলোয়াড়রা।নিজের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলকে যে ডেলিভারিতে বোল্ড করেছেন, তা এবারের আইপিএল শেষে সেরা বল ও ইয়র্কার হলে অবাক হবার কিছ্ ুথাকবে না। কারন এমন ডেলিভারি মুস্তাফিজের পক্ষে অসম্ভব কিছু না। তাই মুস্তাফিজকে প্রশংসা না করে থাকতে পারলেন না হেইডেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দেয়ার সময় হেইডেন বলেন, ‘আমার মতে এবারের আইপিএলে সেরা বোলার হলো মুস্তাফিজ ও জাসপ্রিত বুমরাহ। দু’জনই দুর্দান্ত বোলার। তবে বুমরাহ’র চেয়ে মুস্তাফিজকে আমি কিছুটা এগিয়ে রাখবো। টুর্নামেন্টের বাকী ম্যাচগুলোতে আরও ভালো পারফর্ম করবে মুস্তাফিজ ও বুমরাহ।’

গত এশিয়া কাপ থেকে মুস্তাফিজের মজেছেন হেইডেন। এমনটা স্বীকার করলেন তিনি, ‘গত এশিয়া কাপে তার বোলিং দেখেছি আমি। দুর্দান্ত বোলিং করেছে সে। নিষ্প্রান উইকেট থেকে কিভাবে ব্যাটসম্যানদের কুপোকাত করতে হয়, তা বেশ ভালোই জানে সে। তার ক্রিকেট মস্তিস্ক দুর্দান্ত। ২০ বছর বয়সী পেসারের জন্য এটি অসাধারন ব্যাপার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here