সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের দু’টি মার্কেটে সিরীয় সরকারের বিমান হামলায় শিশুসহ ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে বুধবার (২০ এপ্রিল) সিরীয় অবজারভেটোরি ফর হিউম্যান রাইটসের বরাতে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সংস্থাটি বলছে, মাছ ও সবজির বাজারে হামলা চালানো হয়েছে। হামলায় মারাত আল নুমানে ৪০ জন ও কাফরানবেলে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।সিরীয় নাকি রুশ বিমান ওই হামলা চালিয়েছে বিষয়টি স্পষ্ট নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
গত কয়েকদিনের সহিংসতায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতির বিষয়টি এখন প্রায় ভেঙ্গে পড়ার মুখে।এদিকে, দেশটির আসাদ সরকারের অস্ত্রবিরতি ভাঙ্গার অভিযোগে জেনেভায় জাতিসংঘর নেতৃত্বে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় অংশ নেবে না বলে জানিয়ে দেন সিরিয়ার বিদ্রোহী জোটের প্রধান রিয়াদ হিজাব।