সৌদিআরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার দিনের প্রথমভাগে রিয়াদে অবতরণ করে তাকে বহনকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল প্লেন এয়ারফোর্স ওয়ান।
সিরিয়া এবং ইয়েমেন ইস্যুসহ আরও বেশ কয়েকটি ইস্যুতে রিয়াদ-ওয়াশিংটনের মতপার্থক্য কমিয়ে আনার প্রয়াস থেকে ওবামার এই সৌদি আরব সফর বলে মনে করা হচ্ছে।সফরে ওবামা সৌদি বাদশাহ সালমানের সঙ্গে দেখা করার পাশাপাশি বৃহস্পতিবার উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) নেতাদের সঙ্গেও এক সম্মেলনে অংশ নেবেন।সফরে ওবামার সঙ্গে রয়েছে প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কুচার ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
উপসাগরীয় দেশগুলোর সংগঠন ‘উপসাগরীয় সহযোগিতা সংস্থা’র (জিসিসি) সম্মেলনকে সামনে রেখে বুধবার সৌদি আরব পৌঁছেছেন সদস্য দেশের নেতারা। সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের অভ্যর্থনা জানান দেশটির বাদশা সালমান। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমানের নেতা অংশ নিচ্ছেন বৃহস্পতিবারের ওই সম্মেলনে। সৌদি আরব পৌঁছে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ওবামা। এতে ইয়েমেন ও সিরিয়া ইস্যু নিয়ে আলোচনা করবে উভয়পক্ষ।