আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, এ দেশে কেউই ষড়যন্ত্র করে রেহাই পাবে না। সাংবাদিক শফিক রেহমানকেও আইনের আওতায় এনে বিচার করা হচ্ছে।বুধবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী স্মরণে আয়োজিত শোক সভায় তিনি এ কথা বলেন।হানিফ বলেন, দেশে কোনো সংঘাত নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধুর দোহিত্র সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বিএনপির অনেক নেতা জড়িত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।তিনি বলেন, জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে বিএনপির অনেক নেতা জড়িত। তার নিজেদেরকে বাঁচাতে শফিক রেহমানকে গ্রেপ্তারের পর থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে।তিনি বলেন, শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই। যার সাথে এ ষড়যন্ত্র করা হয়েছিল তার স্বীকারোক্তির ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এ বিষয় নিয়ে সমালোচনা কিছু নেই।বিএনপি নেতাদের হুঁশিয়ারি করে তিনি বলেন, যারা এ ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের রক্ষা পাওয়ার সুযোগ নেই। মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাসুদ আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাউদ্দিন সিরাজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ মো.শাহাব উদ্দিন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, সদর আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফিরোজ, সাধারণ সম্পাদক নেছার আহমদ, পৌরসভা মেয়র ফজলুর রহমান, সমাজকল্যাণ মন্ত্রীর মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন প্রমুখ।