গাজীপুরের শ্রীপুরে বুধবার র্যাবের গাড়ি থেকে লাফিয়ে পালাতে গিয়ে গাড়ি চাপায় এক আসামী নিহত হয়েছে। নিহতের নাম রাসেল (২১)। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
র্যাব-১ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) অপূর্ব কুমার চক্রবর্তী জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকা থেকে গত ফেব্রুয়ারি মাসে এক নারী নিখোঁজ হন। ওই ঘটনায় নিখোঁজ নারীর বোন শ্রীপুর মডেল থানায় জিডি ও র্যাব-১-এ অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে র্যাব সদস্যরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার বিকেলে মোঃ রাসেল নামের এক যুবককে আটক করে। র্যাবের জিজ্ঞাসাবাদে রাসেল ও তার কয়েকজন বন্ধু মিলে ওই নারীকে জোর করে ধরে নিয়ে গণধর্ষণ করে হত্যার পর লাশ গুম করার কথা স্বীকার করেছে। পরে তার দেয়া তথ্য মতে র্যাব সদস্যরা বুধবার ভোররাত ৪টার দিকে তাকে নিয়ে অপর আসামী আটক এবং ওই নারীর লাশ উদ্ধারে অভিযানে যায়। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের আনসার রোড এলাকায় র্যাবের গাড়ির পিছন দিক দিয়ে কৌশলে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়ে পেছনদিক থেকে আসা মালবাহী একটি কভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনস্থলেই রাসেলের মৃত্যু হয়। পরে র্যাব সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীপুর মডেল থানার এএসআই আসাদুজ্জামান জানান, এব্যাপারে বুধবার দুপরে শ্রীপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।