ঢাকায় আসছেন ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী লীলা স্যামসন। সঙ্গে রয়েছে তার নাচের দল স্পান্দা। মূলত তিনটি নৃত্যানুষ্ঠান ও একটি কর্মশালা পরিচালনা করতেই বুধবার তার বাংলাদেশে আগমন।বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সাধনা ও সৃষ্টি আয়োজনে ২১ থেকে ২৩ এপ্রিল ‘রূপ বাহুল্য-ভরতনাট্যম নৃত্য উৎসব’ অনুষ্ঠিত হবে। এতে ২১ এপ্রিল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ভরতনাট্যম পরিবেশন করবেন লীলা স্যামসন ও স্পান্দা।
অন্যদিকে আগামী ২২ ও ২৩ এপ্রিল সন্ধ্যায় নৃত্যশিল্পী লীলা স্যামসন ও তার নাচের দল ‘স্পান্দা’র অংশগ্রহণে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে থাকছে আরেকটি আয়োজন। এছাড়া আগামী ২৪ থেকে ২৮ এপ্রিল শিল্পকলা একাডেমির মহড়াকক্ষে ভরতনাট্যমের ওপর কর্মশালা পরিচালনা করবেন নৃত্যশিল্পী লীলা স্যামসন। উল্লেখ্য, ১৯৯২ সালে সাধনার আমন্ত্রণে লীলা স্যামসন প্রথম ঢাকায় আসেন। ১৯৯৬ ও ১৯৯৭ সালে আরও দুবার তিনি ঢাকায় এসেছিলেন।