বাঘ সুরক্ষায় জনসচেতনতা তৈরীতে টাইগার ক্যারাভ্যান পাবনায়

0
40

Exif_JPEG_420

বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রনালয়, ইউএসএইড ও ওয়াইল্ড টিম বাংলাদেশের জাতীয় সম্পদ ও জাতীয় প্রানী বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় একটি জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে।এ লক্ষ্যে একটি বাঘ আকৃতির বাস (টাইগার ক্যারাভ্যান) ও জনসচেতনতা তৈরীর সদস্যদের বহনকারী একটি যাত্রীবাহী বাস সারাদেশে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও জনসাধারণের মাঝে সচেতনতা তৈরীর কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্ট মন্ত্রনালয় এ জনসচেতনতামুলক কার্যক্রম চলতি বছরের ১১ ফেব্র“য়ারি উদ্বোধন ঘোষণা করেছে।

জনসচেতনতার সেই প্রচারণার অংশ হিসেবে বাঘ আকৃতির বাসটি (টাইগার ক্যারাভ্যান) বুধবার পাবনায় আসে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক রেখা রানী বালো। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুন, টাইগার ক্যারাভ্যানের টিম লিডার মীর মাসুদ আলী জিটু সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বাসটি পাবনা জিলা স্কুল, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে প্রদর্শনীর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বাঘ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে নাটিকা পরিবেশন ও ক্যারাভ্যানে সুন্দরবনের প্রতিকৃতি প্রদর্শণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে এসব প্রদর্শনী উপভোগের মাধ্যমে একাত্মতা প্রকাশ করেন। বিকেলে পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে টাইগার ক্যারাভ্যান প্রদর্শণ করা হয়।

এ বিষয়ে টাইগার ক্যারাভ্যানের টিম লিডার মীর মাসুদ আলী জিটু জানান, ‘টাইগার ক্যারাভ্যান’ একটি বাঘ আকৃতির বাস। যার ভিতরে সুন্দরবনের গাছ, বাঘ, হরিণ, বানর, কুমির, পাখি ইত্যাদির মাধ্যমে সুন্দরবনের একটি প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এই ক্যারাভ্যানটি সারাদেশ ঘুরে ঘুরে মানুষের মধ্যে বাঘ বাঁচানোর বার্তা পৌঁছে দিচ্ছে। ক্যারাভ্যান প্রদর্শনীর সাথে একটি পথনাটিকাও প্রদর্শনী করা হচ্ছে, যার মাধ্যমে বাঘ বাঁচানোর জন্য জনসচেতনতা বাড়ানোর বার্তা প্রচার করা হচ্ছে। সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও বিভিন্ন স্থানে এই প্রদর্শনীতে উপস্থিত থেকে তাদের সমর্থন জ্ঞাপন করছেন। উল্লেখ্য যে, দিনে দিনে প্রথিবীতে বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। পৃথিবীতে এখন মাত্র ৩ হাজার ২শ’টি বাঘ রয়েছে, যার মধ্যে সুন্দরবনে বাঘের সংখ্যা মাত্র ১০৬টি । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও এই প্রচারণা সম্পর্কিত খবর নিয়মিত দেয়া হচ্ছে। যারা এই প্রচরণার স্বপক্ষে রয়েছেন তারা #রঝঃধহফঋড়ৎঞরমবৎং বার্তাটি ফেইসবুকে লিখে তাদের একাত্মতা প্রকাশ করছেন। এছাড়াও ওয়াইল্ড টিমের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে নিয়মিত এ সংক্রান্ত খবর প্রচার করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here