দলীয়করণে শিক্ষাব্যবস্থাও ধ্বংসের মুখে: এমাজ উদ্দিন

0
0

এমাজ উদ্দিন

দলীয়করণ করে সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। এ অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজ উদ্দিন আহমেদ। বলেন, মেধাবী লোক নিয়োগ না দিয়ে দলীয় সংসদ সদস্যদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে অযোগ্য লোক নিয়োগ দেয়া হচ্ছে। অযোগ্য লোক দিয়ে জোড়াতালি দিয়ে প্রশাসন চলতে পারে শিক্ষাখাত নয়।বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শিক্ষক কর্মচারী ঐক্যজোট কর্তৃক ‘নগ্ন দলীয়করণে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।এমাজ উদ্দিন বলেন, যদি কোন অযোগ্য লোককে দলীয়ভাবে প্রশাসনে সহকারী সচিব হিসেবে নিয়োগ দেয়া হয় তাহলে ৩৫ বছর এদিক ওদিক করে তাকে চালানো সম্ভব কিন্তু একজন অযোগ্য লোককে শিক্ষক হিসেবে নিয়োগ দিলে পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে পড়বে।

তিনি আরো বলেন, একজন সংসদ সদস্যকে যদি তার এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক করা হয় তাহলে সেখানে বাণিজ্য হওয়াটাই স্বাভাবিক। এলাকার সাবেক শিক্ষক, শিক্ষিত ব্যক্তিবর্গদের নিয়ে যদি কমিটি করে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করা হয় তাহলে শিক্ষাখাতে উন্নতি হবে দ্রুত।এছাড়া একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করার দাবি জানান এমাজ উদ্দিন। ওই কমিশনের কাজ হবে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান যাচাই করা। দেশে ৯০টির মত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, এতগুলো বিশ্ববিদ্যালেয় প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।শিক্ষা ও গবেষণার জন্য সবাইকে বাংলা ছাড়াও ইংরেজি ও অন্যান্য ভাষা শেখার তাগিদ দিয়েছেন এমাজ উদ্দিন। তিনি বলেন, গবেষণার জন্য বেশির ভাগ বই হল ইংরেজিতে তাই আমরা যদি উচ্চতর গবেষণা করতে যাই, পিএইচডি করতে যাই তাহলে আমাদের কয়েকটি ভাষা বাধ্যতামূলক শিখতে হয়। তাই আমাদের উন্নতির জন্য মাল্টি ল্যাঙ্গুয়াল হতে হবে।শিক্ষা ক্ষেত্রে বিএনপির যে অবদান তার বাইরে আওয়ামী লীগ সরকারের কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক।

ড. ওসমান ফারুক বলেন, শিক্ষা ক্ষেত্রে যত অর্জন সব বিএনপি সরকারের। আওয়ামী লীগের শিক্ষার প্রতি কোনো নজর নেই। যত আইন করুক না কেন সদিচ্ছা নেই।তিনি বলেন, বিএনপির সময় যে শিক্ষানীতি করা হয়েছে তাতে দক্ষ মানবসম্পদ, নৈতিকতাবোধ সৃষ্টির কথা উল্লেখ ছিল। বর্তমান শিক্ষানীতি পুরনো বোতলে নতুন মদের মতো।পাঠ্যপুস্তক বিষয়ে তিনি বলেন, সর্বপ্রথম ২০০১ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছিলাম। কই তার কোনো পরিবর্তন হয়নি। এ অর্জন বিএনপির, আওয়ামী লীগ তো তা স্বীকার করে না।শিক্ষা ক্ষেত্রে আর্থিক দুর্নীতির চেয়ে চিন্তার দীনতা ও দুনীর্তি বেশি হচ্ছে বলেও মন্তব্য করেন সাবেক এ মন্ত্রী। সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন, সংগঠনের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here