ক্রিমিয়া দখলের পর ন্যাটো ও রাশিয়া সর্বোচ্চ পর্যায়ে বৈঠকে বসছে

0
0

NATO, Russia Hold Highest Level Talks

ন্যাটো ও রাশিয়া প্রায় দু’বছর পর বুধবার তাদের সর্বোচ্চ পর্যায়ে বৈঠকে বসতে যাচ্ছে। বাল্টিক সাগর এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে চলা সহিংসতাকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা নিরসনে তারা এ বৈঠকে বসছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পর থেকে ন্যাটো-রাশিয়ার মধ্যে এটি হবে প্রথম বৈঠক। ওই সময় এ দখলের প্রতিবাদ জানাতে ন্যাটো জোট মস্কোর সাথে সব ধরণের সম্পর্ক ছিন্ন করে। সিরিয়ায় মস্কোর বিমান হামলাকে কেন্দ্র করে ন্যাটোর সাথে সম্পর্কের চরম অবনতি ঘটে এবং বাল্টিক সাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যান ও রাশিয়ার সামরিক বিমান সংশ্লিষ্ট দু’টি ঘটনার কারণে গত সপ্তাহে উত্তেজনা আরো বেড়ে যায়।

ইউক্রেন, সামরিক সহযোগিতা জোরদার এবং আফগান যুদ্ধ নিয়ে আলোচনা করতে ২৮টি দেশের রাষ্ট্রদূতদের অংশগ্রহণে ন্যাটো ব্রাসেলসে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। ন্যাটো প্রধান জেন্স স্টলেনবার্গ বলেন, ‘আমরা সংলাপের ব্যাপারে ভীত নই।’ এছাড়া বৈঠকে বাল্টিক সাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী একটি যানের কয়েক মিটার কাছ দিয়ে রাশিয়ার একটি বিমানের উড়ে যাওয়ার ঘটনা নিয়েও আলোচনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here