ওয়াসার সাবেক তত্ত্বাবধায়কসহ ৮ কর্মকর্তা গ্রেপ্তার

0
0

ওয়াসার সাবেক তত্ত্বাবধায়কসহ ৮ কর্মকর্তা গ্রেপ্তার

একাধিক দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা ওয়াসার সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ ৮ আসামিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার রাজধানীসহ সারাদেশে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন দুর্নীতি বিরোধী সংস্থাটির কর্মকর্তারা। শিগগিরই বিচারিক আদালতে গ্রেপ্তারকৃত আসামিদের হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে। দুদকের জনসংযোগ কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা ওয়াসার সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আর জে এম রবিউল কাউসার, সিজিএ সমবায় ঋণদান সমিতি লিমিটেডের সাবেক সভাপতি ও অডিটর মো. রফিকুল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক অফিস সহকারী মো.দেলওয়ার হোসেন শাহীন, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের সাবেক হিসাবরক্ষক রাজু আহমেদ, ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশিয়ার আল মাহমুদ,গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো.বাবুল আক্তার,টাঙ্গাইলের নুরুল আমিন এবং দিনাজপুরের মো. আশরাফুল রেজভী।

দুদকের এই জনসংযোগ কর্মকর্তা আরো জানান, প্রকৌশলী আর জে এম রবিউল কাউসারের বিরুদ্ধে দরপত্রে জালিয়াতির মাধ্যমে ১৩ লাখ ৮৬ হাজার ৫২৮ টাকার ভুয়া ব্যাংক গ্যারান্টি তৈরি ও ব্যবহারের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযোগে ২০১৪ সালে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছিল। মো. রফিকুল ইসলামকে সমিতি থেকে ২ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৭৭৯ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার করে দুদক। বীমা গ্রাহকের কাছ থেকে ১৭ লাখ ৯৬ হাজার ১৭৯ টাকা উত্তোলনপূর্বক আত্মসাতে পল্টন থানায় দায়েরকৃত দুই মামলায় গ্রেপ্তার করা হয় রাজু আহমেদকে। এরকম একাধিক দুর্নীতি মামলায় এই ৮ আসামিকে গ্রেপ্তার করেছে দুদকের তদন্ত টিম।প্রসঙ্গত, এর আগে গতকাল মঙ্গলবারও দুর্নীতির বিভিন্ন মামলায় সারা দেশ থেকে ১৪ আসামিকে গ্রেপ্তার করে দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here