গাজীপুরের কালিয়াকৈরে এটিএম বুথ ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেলসহ ১০ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।এ সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, গুলিসহ ৯ লাখেরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে।বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময় ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান ভুঁইয়া এ তথ্য জানিয়েছেন।
৩ মার্চ ওই উপজেলার হরিণহাটি এলাকার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে এ ডাকাতির ঘটনা ঘটে।গাজীপুরের কালিয়াকৈরে ব্যাংকের এটিএম বুথের জন্য আনা এক কোটি ৮৩ লাখ টাকা লুটের ‘হোতা’সহ দশজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।মঙ্গলবার গভীর রাতে জয়দেবপুর ও ঢাকার উত্তরা থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ তাদের গ্র্রেপ্তার করা হয় বলে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান।বুধবার সকালে তিনি বলেন, তাদের কাছ থেকে নয় লাখের বেশি টাকাও উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার দশজনের মধ্যে রুবেল নামের একজনকে এই লুটের ঘটনার ‘মূল পরিকল্পনাকারী’ বলা হচ্ছে। বাকিরা তার সহযোগী বলে মুফতি মাহমুদ খান জানিয়েছেন।
ব্যাংকের নিরাপত্তা ও এটিএম ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান মানিপ্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের কর্মীরা বিভিন্ন বুথের মেশিনে টাকা দেওয়ার সময় গত ৩ ফেব্র“য়ারি রাত আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ডাচ বাংলা ব্যাংকের ফার্স্ট ট্রাক বুথে ওই ডাকাতির ঘটনা ঘটে।ডাকাতির ঘটনার কয়েক ঘণ্টা পর ময়মনসিংহের ফুলবাড়িয়ায় খালি অবস্থায় টাকার ট্রাংক দুটি পাওয়া যায়। পরদিন মানি প্ল্যান্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফজালুল আবেদিন কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ১২/১৩ জন ডাকাত পিকআপ ভ্যানে করে এসে রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে টাকা বহনকারী গাড়ির চালক, সিকিউরিটি গার্ড এবং গানম্যানদের একজনকে আহত করে এক কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫০০ টাকা টাকা লুট করে নিয়ে যায়।এটিএম বুথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তার ভিত্তিতে তদন্ত চালিয়ে গত ৪ মার্চ মিন্টু ও ইমন নামের দুইজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া যায় আরও ছয়জনের তথ্য। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ ৫ মার্চ নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, লুটেরাদের তারা শনাক্ত করতে পেরেছেন। দুজনকে গ্রেপ্তারের পর বাকি ছয়জনকেও খোঁজা হচ্ছে।