৫ বছরের জন্য করপোরেট কর ১০ শতাংশ চায় বিজিএমইএ

0
0

বিজিএমইএ-BGMEA

আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে আগামী ৫ বছরের জন্য তৈরি পোশাক শিল্পের করপোরেট কর ১০ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে রপ্তানি খাত সংশ্লিষ্ঠদের সঙ্গে এনবিআরের প্রাক-বাজেট আলোচনা সভায় বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান এ দাবি জানান। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় বিজিএমইএ, বিকেএমই এবং বিজিএপিএমইএসহ ১৫ সংগঠনের নেতারা অংশ নেয়। এসময় বিকেএমইয়ের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মো. হাতেম, বিজিএপিএমইএর প্রাক্তন সভাপতি রাফেজ আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট খাতের বিভিন্ন নেতারাও উপস্থিত ছিলেন।

বিজিএমইএ’র সভাপতি বলেন, তৈরি পোশাক শিল্পে আগে হ্রাসকৃত ১০ শতাংশ হারে কর দিতে হতো। যা ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত অব্যাহত ছিল। পরে তা বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়। বিশ্ববাজারে এ খাতকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে ও বিনিয়োগ বাড়াতে এ কর আবারও ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানাচ্ছি।এছাড়া রপ্তানিমুখি পোশাক খাতের উৎসে কর কর্তনের হার শূন্য দশমিক ৬০ শতাংশ থেকে কমিয়ে পূর্বের ন্যায় শূন্য দশমিক ৩০ শতাংশ করার দাবি জানান তিনি।তিনি আরো বলেন, রপ্তানিকে আরো প্রতিযোগী করে তোলার জন্য স্থানীয় বাজার থেকে সংগৃহীত সব পণ্যে ও সেবায় ভ্যাটমুক্ত রাখার দাবি জানাচ্ছি।সংগঠনটির পক্ষ থেকে অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে ছিল- তৈরি পোশাক শিল্পের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ শুল্কমুক্তভাবে আমাদানির সুবিধা, রপ্তানিমুখি তৈরি পোশাক শিল্পের অডিট কার্যক্রমের জন্য দলিলাদি দাখিলের সময় ৬ মাসের পরিবর্তে ৩ মাস করা, পোশাক শিল্পের প্রতিকূল প্রেক্ষাপটে সুরক্ষার জন্য আগামী ৩ বছর এ খাতে রপ্তানিকারকদের ৩ শতাংশ হারে নগদ সহায়তা প্রদান এবং নতুন বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে নগদ ৫ শতাংশ সহায়তা প্রদান করা।

আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকখাতে নাজুক অবস্থা থেকে ঘুরে দাড়াঁতে করপোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ নিট ওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। একই সঙ্গে সংস্থাটি রপ্তানির ওপর সরকারের দেয়া নগদ সহায়তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নিয়োজিত অডিট সিস্টেম এবং স্থানীয় ও রাজস্ব অধিদপ্তরের অডিট হয়রানি বন্ধের দাবিও তুলে ধরেছে। এনবিআর সম্মেলন কক্ষে ২০১৬-১৭ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ফজলুল হক এ দাবি তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের নিট শিল্পের সুরক্ষায় এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে সরকার নগদ সহায়তা প্রদান করে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়োজিত অডিট প্রতিষ্ঠান এ সহায়তা প্রদানে অডিটের নামে কালক্ষেপন করে থাকে। এছাড়া বিভিন্ন অডিট ফার্ম এবং স্থানীয় ও রাজস্ব অধিদপ্তরের অডিট কর্মকর্তাগণ সারকুলারসমূহের অপব্যাখ্যা করে থাকে। ফলে শিল্প মালিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরো বলেন, রপ্তানিমুখি তৈরি পোশাক শিল্পের অডিট কার্যক্রম ২ বছর অন্তর করা এবং অডিট সহায়ক প্রয়োজনীয় দলিলাদি দাখিলের সময়সীমা ৩ মাসের পরিবর্তে ৬ মাস করা ও বিশেষ ক্ষেত্রে আবেদনের অতিরিক্ত সময় গ্রহণের সুযোগ দেয়া প্রয়োজন।

এছাড়া সংগঠনটির পক্ষ থেকে প্রাক-বাজেট আলোচনায় উত্থাপিত দাবিগুলোর মধ্যে- রপ্তানিতে উৎসে কর শুধুমাত্র কাটিং অ্যান্ড মেকিং (সিএম) .৬০ শতাংশ করা, অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত সকল যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি করার ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেয়া, গ্রিন ইন্ডাস্ট্রি তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সব যন্ত্রপাতি শুল্ক ও ভ্যাটমুক্ত আমদানি সুবিধাসহ ২৫টি দাবি তুলে ধরা হয়।আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক শিল্পে করপোরেট কর কমিয়ে ১০ শতাংশ চায় পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। এ সুযোগ আগামী পাঁচ বছরের জন্য চায় সংগঠনটি। অর্থনীতির বৃহত্তর স্বার্থে প্রাক বাজেটে এ প্রস্তাব দেবে বলে জানিয়েছে বিজিএমইএ সূত্র।জানা গেছে, বিজিএমইএ আগে হ্রাসকৃত ১০ শতাংশ হারে কর দিতো। যা ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত অব্যাহত ছিল। তবে পরবর্তী বাজেটে করপোরেট কর বাড়িয়ে ৩৫ শতাংশ করায় তাদেরও বর্ধিত হারে কর দিতে হচ্ছে।

এছাড়া প্রাক বাজেট প্রস্তাবনায় রপ্তানিমুখি পোশাক খাতের উৎসে কর কর্তনের হার ০.৬০ শতাংশ থেকে কমিয়ে আগের মতো ০.৩০ শতাংশ করাসহ রপ্তানিকে আরও প্রতিযোগী করে তোলার জন্য স্থানীয় বাজার থেকে সংগৃহীত সব পণ্যে ও সেবায় ভ্যাট অব্যাহতি দেয়ার আহ্বান জানাবে সংগঠনটি। জানা গেছে, দেশের পোশাক শিল্প কারখানাকে নিরাপদ, ঝুঁকিমুক্ত, কমপ্লায়েন্স ও পরিবেশবান্ধব করতে যেসব যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি করা হয় সেক্ষেত্রে এবং এলইডি লাইট আমাদানির ক্ষেত্রে ফিক্সার এর জন্য এইচ এস কোডের আওতায় রেয়াতি হারে শুল্কায়ন সুবিধা প্রদান করার প্রস্তাব দেয়া হবে। বর্তমানে ফিক্সার এর জন্য রেয়াতি হারে কোনো ধরনের শুল্কায়ন সুবিধা দেয়া হয় না। এদিকে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত সকল যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ৫ শতাংশ শুল্ক দিতে হয়। এক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা চায় বিজিএমইএ। এছাড়া রপ্তানিমুখি তৈরি পোশাক শিল্পের অডিট কার্যক্রমের জন্য দলিলাদি দাখিলের সময় ৬ মাসের পরিবর্তে ৩ মাস করা, পোশাক শিল্পের প্রতিকূল পেক্ষাপটে সুরক্ষার জন্য আগামী ৩ বছর এ খাতে রপ্তানিকারকদের ৩ শতাংশ হারে নগদ সহায়তা প্রদান এবং নতুন বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে নগদ ৫ শতাংশ সহায়তা প্রদানের প্রস্তাব করবেন সংগঠনটি।

এ সম্পর্কে বিজিএমইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান জানান, সব ধরনের খরচ বেড়েছে। লাইসেন্সসহ সরকারি বিভিন্ন ধরনের ফি বাড়ানো হয়েছে। প্রতিযোগী দেশের তুলনায় আমাদের দেশের ব্যাংক ঋণের সুদহারও বেশি। এ অবস্থায় যদি করপোরেট কর কমানো না হয় তাহলে বিনিয়োগ বাড়বে না। তাই বিশ্ববাজারে এ খাতকে প্রতিযোগিতায় টিকে থাকতে ও পুনঃবিনিয়োগ বাড়াতে করপোরেট কর আগের মতো ১০ শতাংশ করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here