সরকারের সুন্দরবন ব্যবস্থাপনায় বার বার দেউলিয়াত্ব ও উদাসিনতা প্রমানিত হচ্ছে

0
0

সরকারের সুন্দরবন ব্যবস্থাপনায় বার বার দেউলিয়াত্ব ও উদাসিনতা প্রমানিত হচ্ছে

সুন্দরবন ও পশুর নদী বাচানোর দাবীতে মংলায় জেলেদের নৌ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ধরিত্রী দিবস’২০১৬ উপলক্ষ্যে সুন্দরবন ও পশুর নদীর জেলেদের সাথে এ বোট মিটিং ও সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও পশুর রিভার ওয়াটারকিপার। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও পশুর রিভার ওয়াটারকিপার’র আয়োজনে মঙ্গলবার দুপুরে পশুর নদীর চিলা এলাকায় অনুষ্ঠিত বোট মিটিং ও সমাবেশের সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার নুর আলম শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরিফ জামিল, বিশেষ অতিথি বাপা’র সিলেট জেলার সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম এবং মংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বক্তৃতায় বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরিফ জামিল বলেন, গত ২০ দিনের মধ্যে সুন্দরবনে ৩ বার আগুন লেগেছে। এ আগুন লাগার কারণ সবাই জানে সরকার জানে না। সরকার জানলেও সেটার কোন ব্যবস্থা নেয় না। সরকারের সুন্দরবন ব্যবস্থাপনায় যে দেউলিয়াত্ব ও উদাসিনতা তা বার বার প্রমানিত হচ্ছে। আমরা সুন্দরবন রক্ষা করার জন্য সরকারকে আন্তরিকভাবে পদক্ষেপ নিতে দাবী জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here