বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে কয়েক দফায় এ পর্যন্ত প্রায় ৯৮ লাখ ডলার মার্কিন ডলার দেশটির মুদ্রা পাচার বিরোধী কাউন্সিল- এএমএলসির কাছে ফেরত দিয়েছেন ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী কিম অং।মঙ্গলবার আরেক দফায় ৪৩ লাখ ৩৭ হাজার ৩৫৯ মিলিয়ন (২০০ মিলিয়ন পেসো) মার্কিন ডলার দেশটির মুদ্রা পাচার বিরোধী কাউন্সিল- এএমএলসির কাছে ফেরত দেন কিম অং। এ নিয়ে ক্যাসিনো জাঙ্কেট এজেন্টের কাছ থেকে মোট ৯৮ লাখ ডলার ফেরত এসেছে।অর্থ পাচারের ক্রমবর্ধমান হুমকির পে৪্রক্ষাপটে জড়িতদের বড় ধরনের শাস্তির সুপারিশ করা হয়েছে শুনানিতে। মঙ্গলবার সকালে ষষ্ঠ দফার সিনেট শুনানিতে বিষয়টি নিশ্চিত করেছেন এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া বাকে-আবাদ।এ সময় তিনি বলেন , এটা বাংলাদেশের জনগণের কাছে পাঠানো হবে।এর আগেও দুদফায় ৫৪ লাখ ৬০ হাজার ডলারের মতো টাকা ফেরত দিয়েছেন অং—তবে বাংলাদেশের পক্ষ থেকে মামলা না হওয়া পর্যন্ত এসব অর্থ ফেরত পাওয়া যাবে না বলে জানিয়েছে এএমএলসি।ষষ্ঠ দফায় ফিলিপাইনের সিনেটে শুনানিতে সাক্ষ্য দেন ক্যাসিনো ব্যাবসায়ী কিম অং, রিজাল ব্যাংকের সাবেক শাখা ব্যাবস্থাপক মাইয়া সান্তোস দেগুইতো, ফিলিপাইনের মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ফিলরেমের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তাসহ আরো অনেকে।
এর আগে গত ৩১ মার্চ কিম অংয়ের পক্ষ থেকে ৪৬ লাখ ৩০ হাজার ডলার এবং ৪ এপ্রিল আট লাখ ৩০ হাজার ৫৯৫ ডলার এএমএলসিকে ফেরত দেয়া হয়।ফিলিপিন্সভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম র্যা পলার ডটকম জানিয়েছে, এ নিয়ে এ ক্যাসিনো জাঙ্কেট এজেন্টের কাছ থেকে মোট ৯৮ লাখ ডলার ফেরত এসেছে।যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত বাংলাদেশের অর্থ থেকে হাতিয়ে নেয়া ৮১ মিলিয়ন (আট কোটি) ডলারের মধ্যে প্রায় দুই কোটি ১৫ লাখ ডলার (একশ কোটি পেসো) অংয়ের কোম্পানিতে গিয়েছিল।
এর মধ্যে ৪৫০ মিলিয়ন পেসো শুহুয়া গাও নামে এক চীনা ব্যবসায়ীর কাছ থেকে ধার পরিশোধ হিসেবে পান বলে দাবি কিম অংয়ের। এ অর্থ ফেরতের প্রতিশ্র“তি দিয়েছিলেন অং, তার অংশ হিসেবেই সোমবার ২০০ মিলিয়ন পেসো দিয়েছেন তিনি।অং আরো জানান, বেইজিংয়ের শুহুয়া গাও এবং ম্যাকাওয়ের ডিং জিজের নামে দুজন জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের ওই অর্থ ফিলিপিন্সে নিয়েছিলেন।কিম অং বলেন, তার হাতে আসা অর্থের বাকি ৫৫০ মিলিয়ন পেসো জুয়ার টেবিলে গিয়েছিল— তার মধ্যে ৫১০ মিলিয়ন পেসো মিডাস হোটেল ও ক্যাসিনোয় হার হয়েছিল।মিডাস হোটেল অ্যান্ড ক্যাসিনো এবং সোলাইরি রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর অপারেটরদের প্রতি অর্থ ফেরত দেয়ার আহ্বান জানিয়েছেন ফিলিপিন্সের সিনেটররা।কিম অংয়ের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ৬৩ মিলিয়ন ডলারই এ দুই ক্যাসিনোয় ঢুকেছিল। বাকি ১৭ মিলিয়ন ডলার মুদ্রা বিনিময়কারী সংস্থা ফিলরেমের কাছে রয়েছে বলে তিনি বললেও তা অস্বীকার করেছে সংস্থাটি।এএমএলসি কিছু অর্থ উদ্ধার করতে পারলেও তা বাংলাদেশের হাতে আসতে ‘কিছুটা’ সময় লাগবে বলে ম্যানিলায় বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ জানিয়েছেন।ফিলিপিন্সের আইন অনুযায়ী অংয়ের লিখিত সম্মতি ছাড়া এই অর্থ নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য আদালতে একটি দেওয়ানি মামলা করতে হবে, যা কিছু দিনের মধ্যে করা হবে বলে এএমএলসির নির্বাহী পরিচালক জানিয়েছেন।