আওয়ামী লীগের প্রচারবিষয়ক সম্পাদক ডা. হাছান মাহমুদ অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে শফিক রেহমানসহ বিএনপি নেতার পুত্র, জাসাস নেতা সংশ্লিষ্ট থাকার ঘটনা প্রমাণ করেছে- বিএনপি এখন কেবলমাত্র দেশের ভিতরেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয়; তারা এখন বিদেশের মাটিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত।মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ অভিযোগ করেন।
এসময় তিনি বলেন, যেসব বিদেশি বন্ধুরা খালেদা জিয়া ও দলটির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন তাদের প্রতি অনুরোধ- আপনারা দয়া করে বিএনপিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উৎসাহিত করবেন না।তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের গোড়া আরো গভীরে। শীর্ষ জায়গার সিগন্যাল ছাড়া এ ষড়যন্ত্র হয়নি। আশা করি ভবিষ্যতে এ ষড়যন্ত্রের মূল হোতাদের নাম বেরিয়ে আসবে।হাছান মাহমুদ আরো বলেন, শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তের এবং জয়’কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রে আটককৃত ব্যক্তিদের জবানবন্দিতে শফিক রেহমানের সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতে। কিন্তু দেখা যাচ্ছে, দেশের কিছু ব্যক্তি বিশেষ যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে তাদের কেউ কেউ বিএনপির সাথে সুর মিলিয়ে শফিক রেহমানকে গ্রেপ্তারের ঘটনায় সরকারকে কটাক্ষ করছে। আসলে কুয়োর ব্যাঙ পুকুরে গিয়ে পড়লে যেভাবে খেই হারিয়ে ফেলে সরকারের সমালোচনাকারী এসব ব্যক্তিদের অবস্থাও হয়েছে ঠিক তেমনই। আপনাদের বলতে চাই, থুথু উপরে ছুড়লে সেটা নিজের গায়েই কিন্তু পড়ে। সরকার আপনাদের নিরাপত্তা না দিলে কিন্তু আপনারা রাস্তায়ও দাঁড়াতে পারতেন না।
সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফজলুল হক, জাহাঙ্গীর খন্দকার, আবু হানিফ ও এমএ করিম প্রমুখ।