জয়কে হত্যার ষড়যন্ত্র: যুক্তরাষ্ট্র যাচ্ছে তদন্ত দল

0
0

monir

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্র মামলা তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাচ্ছে।প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ। অপর দুই সদস্য হলেন অতিরিক্ত উপকমিশনার রাজীব আল মাসুদ ও মামলার তদন্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আরাফাত।ঢাকা মহানগর পুলিশ অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, দুপুরে শফিক রেহমানের বাসায় তল্লাশি করা হয়েছে। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করতে এই অভিযান চালানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত কি না, তা মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার পরিকল্পনায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

মামলার এজহারে জয়কে হত্যার পরিকল্পনায় বিএনপির হাই কমান্ড জড়িত রয়েছে; হাই কমান্ড বলতে তারেক রহমান কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, হাই কমান্ড বলতে কাকে বোঝানো হয়েছে তা তদন্ত করে দেখা হবে। তবে পরিকল্পনাকারীদের সঙ্গে তারেকের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা।মনিরুল ইসলাম বলেন, রিমান্ডে শফিক রেহমান বৈঠক করার বিষয়টি স্বীকার করেছেন। কিছু নথিপত্রও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, হত্যার পরিকল্পনাকারীরা অর্থের বিনিময়ে রবার্ট লাস্টিক নামে এক সাংবাদিকের কাছ থেকে জয়ের বাসার ঠিকানা, গাড়ি, গাড়ির মডেল ও নম্বর সংগ্রহ করেন।অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ২০১২ সালে আমেরিকায় যড়যন্ত্রকারীদের সঙ্গে একাধিক বৈঠক করেন শফিক রেহমান। সেখানে জাসাস নেতা মহম্মদ উল্লাহ মামুন তার ছেলে সিজারের সঙ্গে বৈঠক করেন এই সাংবাদিক। জয় সম্পর্কে বিভিন্ন তথ্য আমেরিকা থেকে ফেডেক্স কুরিয়ারের মাধ্যমে মাহমুদুর রহমানকে পাঠানো হয়। এমন তথ্যও পাওয়া গেছে বলে জানান তিনি।এ ঘটনায় মাহমুদুর রহমানের সংশ্লিষ্টতা রয়েছে, তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। ২৬ এপ্রিল রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।মনিরুল ইসলাম বলেন, এই যড়যন্ত্রে ইতোমধ্যে ৩০ হাজার মার্কিন ডলার খরচ হয়েছে। তবে টাকার উৎস খোঁজা হচ্ছে। যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয় হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার শফিক রেহমান একাধিক বৈঠক করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, রিমান্ডে শফিক রেহমান জয় হত্যা চেষ্টার পরিকল্পনার বিষয়ে একাধিক বৈঠকে যোগ দেওয়ার কথা স্বীকার করেছেন। বৈঠকে যারা ওই পরিকল্পনায় অংশ নেবে তারাও উপস্থিত ছিলেন।রিমান্ডে বৈঠকসহ বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া গেছে। সেগুলো কর্মকর্তারা তদন্ত করে দেখছেন। এছাড়া তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, সজীব ওয়াজেদ জয় হত্যা চেষ্টায় টাকা পয়সা দেওয়া নেওয়ার বিষয়েও তথ্য পেয়েছি। সে টাকার পরিমাণ কত এবং কিভাবে তা লেনদেনের কথা হয়েছে তাও আমরা তদন্ত করছি।তবে রিজভী আহমেদ সিজারকে জিজ্ঞাসাবাদ করতে পারলে এ বিষয়ে আরও সুনির্দিষ্টভাবে তথ্য জানা যাবে।অপর প্রশ্নের জবাবে উত্তরে তিনি বলেন, বিএনপির আরও একজন নেতার নাম উঠে এসেছে। তিনি শফিক রেহমানকে বৈঠকের জায়গাটি ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন। তাকেও তদন্তের আওতায় আনা হবে। মনিরুল ইসলাম বলেন, ২০১৫ সালের আগস্টে মামলা হলেও তদন্ত এগোতে পারেনি। কারণ বেশ কিছু দলিল দস্তাবেজ আমাদের হাতে ছিলো না। সেগুলো আমাদের এলে তদন্তের পর পুরো ঘটনা বেরিয়ে আসবে।এছাড়া এ পরিকল্পনায় লন্ডনেরও কোনো যোগাযোগ আছে কিনা তাও আমরা খতিয়ে দেখছি, বলেন তিনি। এর আগে গত ১৬ এপ্রিল রাতে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে আদালতে নেওয়া হলে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here