এমনিতে দেউলিয়া অবস্থা। ব্যাংকগুলির ৯,০০০ কোটি টাকার বেশি ঋণ মেটাতে পারছেন না। গ্রেপ্তার হয়ে যাওয়ার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু নিজের আখের গুছিয়ে নেওয়ার বেলায় টনটনে জ্ঞান বিজয় মালিয়ার। কিছুদিন আগেই ব্যাংকের ঋণ না মিটিয়ে ইউনাইটেড স্পিরিটস-এ নিজের শেয়ার বেচে ডিয়াজিও-র কাছ থেকে প্রায় ৫১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ফিকির করেছিলেন। এবার জানা গেল, গতবছর আরেকটি মদ কোম্পানির কাছ থেকে বছরে প্রায় ২,৫৬,৯০০ ডলার বেতন নিয়েছেন। টাকার অংকে সংখ্যাটা ১.৭১ কোটি। তাও আবার এমন একটি কোম্পানি থেকে যেটি নিজে ধুঁকছে, ঋণ খেলাপি বলে যেটিকে ইতিমধ্যে নোটিশও ধরিয়েছেন ঋণদাতারা। ভারতের সেবির মতো আমেরিকায় বাজার নিয়ন্ত্রণ করে এস ই সি। ক্যালিফোর্নিয়া ভিত্তিক সংস্থা মেন্ডোসিনো ব্রিউয়িং কোম্পানি (এমবিসি) এসইসি’র কাছে বিবৃতিতে জানিয়েছে, মালিয়া কোম্পানির চেয়ারম্যান। কর-স্বর্গ বলে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিকৃত এক কোম্পানির মাধ্যমে এর বেশিরভাগ শেয়ারই মালিয়ার হাতে। তাই চেয়ারম্যানের মাইনে হিসেবে তাঁকে ২০১৫ সালে ১,২০,০০০ ডলার দেওয়া হয়েছে। এছাড়া বিদেশে এম বি সি’র বিয়ারের প্রচার করার জন দেওয়া হয়েছে আরও ১,৩৬,৯০০ ডলার। এম বি সি মূলত ক্রাফট বিয়ার তৈরি করে। হস্তশিল্পের মাধ্যমে যেমন বিভিন্ন পণ্য তৈরি হয়, তেমনি ঐতিহ্যবাহী, পরম্পরাগত বিভিন্ন ছোটখাট উৎপাদন পদ্ধতি দিয়ে তৈরি হয় ক্রাফট বিয়ার। ১৯৭০-এর দশকে ব্রিটেনে ক্রাফট বিয়ারের চল শুরু হয়ে তা ছড়িয়ে পড়ে পশ্চিমের দেশে দেশে। কিন্তু সেই উৎপাদন পদ্ধতি নিয়ে সমস্যায় পড়েছে এম বি সি। এস ই সি-র কাছে জমা দেওয়া হিসেব বলছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তাঁদের হাতে নগদ রয়েছে ১,২৯,৬০০ ডলার। অন্যদিকে মোট ঘাটতি ১৭,৩৯৫,৬০০ ডলার। এর মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধনের ঘাটতি ১১,৬০১,৭০০ ডলার। শিগগির এই ঘাটতি মেটাতে মাদার কোম্পানি মালিয়ার ইউনাইটেড ব্রুয়ারিজ হোল্ডিং লিমিটেড (ইউ বি এইচ এল)-এর কাছে আবেদন করেছে এম বি সি। কিন্তু মালিয়া অর্থ দেবেন কী করে, নিজেই তো দেনার দায়ে দেশ ছেড়েছেন। ফলে বেশ কিছু সম্পদ বিক্রি করে অর্থ তোলার চেষ্টা করছে এম বি সি। কিন্তু এমন একটা রুগ্ন কোম্পানি থেকেও একগুচ্ছ ডলার কামিয়ে নিতে বাঁধেনি মালিয়ার।
সূত্র: আজকাল