অভিশংসন: পার্লামেন্টের নিম্নকক্ষে হেরে গেলেন দিলমা রুসেফ

0
37

01হেরে গেলেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। তার বিরুদ্ধে আনীত অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটিতে পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে হেরে গেলেন তিনি। এর ফলে এখন ওই অভিশংসন প্রস্তাব পাঠানো হবে পার্লামেন্টের উচ্চ কক্ষে। সেখানে আনুষ্ঠানিক শুনানি শেষে ভোটে যদি অভিশংসনের পক্ষে দুই-তৃতীয়াংশ ভোট পড়ে তাহলে তিনি স্থায়ীভাবে প্রেসিডেন্টের ক্ষমতা হারাবেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, গতকাল ব্রাজিলের নিম্নকক্ষে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের ওপর ভোট হয়। এতে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়। প্রয়োজনীয় দুই তৃতীয়াংশের বেশি সদস্য অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দেন। এমন ভোট পড়ে ৩৬৭ টি। আর এর বিরুদ্ধে অর্থাৎ ‘না’ ভোট পড়ে মাত্র ১৬৭টি। ভোট দেয়ার সময় সাত জন সদস্য ভোটদানে বিরত ছিলেন। দু’জন ছিলেন অনুপস্থিত। দিলমা রুসেফের বিরুদ্ধে অভিযোগ তিনি সরকারি অর্থের নয়ছয় করে দুর্নীতি করেছেন। কিন্তু তিনি এ অভিযোগ অস্বীকার করেন। বলেন, তার বিরুদ্ধে বিরোধীরা যে অবস্থান নিয়েছেন তা এক রকম অভ্যুত্থান। তারা গণতন্ত্রের বিরুদ্ধে অভ্যুত্থান করছে। গতকাল এমপিদের বিবৃতি ও ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের পর অভিশংসন প্রস্তাবের ওপর ভোট হয়। এ সময় পার্লামেন্টের কর্মকা- সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশনে। দিলমা রুসেফের পক্ষ নিয়ে ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির নেতা আফোনসো ফ্লোরেন্স এমপিদের বলেন এমন প্রস্তাবের ফলে গণতন্ত্র ভুগঢ়েব। এ সময় তিনি বিরোধী পক্ষকে ঘায়েল করে বক্তব্য রাখেন। অভিশংসনের পক্ষের এমপি অ্যান্টোনিও ইমবাসাহি এমপিদের প্রতি আহ্বান জানান ব্রাজিলকে নতুন করে সাজাতে। ওদিকে দেশের বিভিন্ন স্থানে স্থাপিত বিশাল টিভি স্ক্রিনে পার্লামেন্টের কর্মকা- সরকারি সম্প্রচার করা হয়। রাস্তায় দাঁড়িয়ে সে দৃশ্য দেখেন হাজার হাজার মানুষ। কংগ্রেস ভবনের বাইরে অবস্থান নেন সরকার পক্ষ ও বিরোধী পক্ষে কম করে হলেও ২৫ হাজার সমর্থক। তাদেরকে সাড়ে ৬ ফুট দেয়াল দিয়ে আলাদা করা হয়। তাদের সমাবেশ এক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়। পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হওয়ায় এর পক্ষের লোকজন উল্লাস করতে থাকে। ব্রাজিলের পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য সংখ্যা ৫১৩ জন। এর মধ্যে অভিশংসন প্রস্তাব পাস হতে এর পক্ষে কমপক্ষে ৩৪২টি ভোট প্রয়োজন ছিল। সে টার্গেট পূরণ হওয়ায় এখন অভিশংসন প্রস্তাব যাবে সিনেটে। সিনেটে সদস্য সংখ্যা রয়েছেন ৮১ জন। এর মধ্যে কমপক্ষে ৪১ জন যদি এর পক্ষে অবস্থান নেন তাহলে দিলমা রুসেফকে ১৮০ দিনের জন্য বরখাস্ত করা হবে। এ সময়ে তার বিরুদ্ধে আনীত প্রস্তাবের শুনানি হবে। যদি তাতে তিনি পরাজিত হন তাহলে স্থায়ীভাবে তিনি প্রেসিডেন্টের পদ হারাবেন। এক্ষেত্রে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমের। তবে তার বিরুদ্ধেও অভিশংসনের প্রস্তাব আনা আছে। দিলমা রুসেফের মতো একই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here